Advertisement
Advertisement

Breaking News

সফল অস্ত্রোপচার, সুস্থ রয়েছেন রাকেশ রোশন

কবে বাড়ি ফিরছেন অভিনেতা-পরিচালক?

Surgery done, says Rakesh Roshan
Published by: Bishakha Pal
  • Posted:January 9, 2019 8:01 pm
  • Updated:January 9, 2019 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় ক্যানসার থাবা বসিয়েছিল রাকেশ রোশনের। কিন্তু আপাতত তিনি সুস্থ। একথা নিজেই জানিয়েছেন অভিনেতা-পরিচালক। আর দিন দুই পরেই বাড়ি ফিরবেন তিনি।

রাকেশ রোশন যে ক্যানসারে আক্রান্ত তা সম্প্রতি জানান হৃতিক রোশন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, কয়েক সপ্তাহ আগে তাঁর বাবার প্রাথমিক স্টেজের ক্যানসার ধরা পড়ে। রাকেশ স্কুয়ামাস সেল কারসিনোমায় আক্রান্ত। এটি একধরনের গলার ক্যানসার৷ এই ধরনের ক্যানসারে গলার কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। রাকেশও এই রোগে আক্রান্ত৷ চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারও করাতে হবে তাঁকে।মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে রাকেশের অস্ত্রপচার হয়। বুধবার তিনি জানান, তিনি এখন সুস্থ আছেন। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। সব ঠিক আছে। শুক্রবার বা শনিবার তিনি বাড়ি ফিরবেন।

Advertisement

[ ‘আপনা টাইম আয়েগা’, পর্দায় উঠে এল এক স্ট্রিট ব়্যাপারের গল্প ]

রাকেশ ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, তিনি খুব আনন্দে থাকার মানুষ। অস্ত্রোপচারের সময় তাঁর স্ত্রী, ভাই (সংগীতকার রাজেশ রোশন), ছেলে হৃতিক ও মেয়ে সুনাইয়া। তাঁরাই জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। রাকেশ রোশনের অসুস্থতার কথা শুনে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি, আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ স্তন ক্যানসারে আক্রান্ত হন৷ সঙ্গে সঙ্গে তাঁরও চিকিৎসা শুরু করা হয়। সম্প্রতি তাহিরার কেমোথেরাপি শেষ হয়েছে বলে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন ‘বাধাই হো’ অভিনেতা। পাশাপাশি তাঁর স্ত্রী যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাও করেন তিনি। তাহিরার পাশাপাশি বলিউড অভিনেত্রী নাফিসা আলিও ভুগছেন কর্কট রোগে৷ আপাতত তাঁরও চিকিৎসা চলছে৷ অন্যদিকে, দীর্ঘদিন লন্ডনে থেকে ক্যানসারের চিকিৎসা করেন ইরফান খান। দীপাবলির সময় লন্ডন ছেড়ে ভারতে ফেরেন তিনি। শোনা যাচ্ছে, দিনকয়েক এদেশে কাটিয়ে নাকি আবারও বিদেশে ফিরে গিয়েছেন অভিনেতা৷ বি টাউনে কানাঘুষো শোনা যাচ্ছে ঋষি কাপুরও নাকি আক্রান্ত ক্যানসারে৷ বছরের শুরুতে তাঁর স্ত্রী নীতুর একটি ইনস্টাগ্রাম পোস্টে সেই জল্পনা আরও জোরাল হয়৷ যদিও ঋষির পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ক্যানসার হয়নি তাঁর৷

বাগদান হয়ে গেল ফারহান-শিবানীর! বিয়ের দিনক্ষণও পাকা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement