সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগলে প্রধানমন্ত্রীর থেকেও বেশি খোঁজা হয়েছিল তাঁকে৷ নীল ছবির দুনিয়া ছেড়ে বলিপাড়ায় পা রেখেছেন বেশ কয়েক বছর হল৷ বরাবরই তাঁকে নিয়ে চর্চায় এতটুকু খামতি হয় না৷ নীল ছবির অতীত থেকে বর্তমান দুনিয়ার গ্ল্যামার, বিতর্ক থেকে ব্যবসা, উইমেন এমপাওয়ারমেন্ট থেকে আইটেম সং- সব মিলিয়ে নিঃসন্দেহে এক ধাঁধার নাম সানি লিওন৷ সম্প্রতি জানা যাচ্ছে তাঁর একটি ভিডিওই সবথেকে বেশিবার দেখেছেন গোটা দুনিয়ার মানুষ৷
যদি ভাবা হয় আসলে নীল ছবির ভিডিওতেই এখনও বাজিমাত করে চলেছেন নায়িকা, তবে ভুল৷ কেননা নীল দুনিয়া তিনি একেবারেই ছেড়েছেন৷ আর তাই তাঁর খোঁজ নতুন নতুন সাফল্যের৷ সম্প্রতি এক স্বপ্নপূরণের মাইলস্টোনে পৌঁছেছেন নায়িকা৷ সেই ‘কাল হো না হো’ দেখা থেকেই শাহরুখের সঙ্গে কাজ করার স্বপ্ন তাঁর৷ এতদিনে তা খানিকটা পূরণ হয়েছে৷ শাহরুখের আগামী ছবি রইস-এ ‘লায়লা ও লায়লা’ গানে দেখা যাবে৷ আইটেম সং হলেও সানি সকলের নজর কেড়ে নিয়েছেন৷ এবং ২৪ ঘণ্টায় বিশ্বে সবথেকে বেশিবার ভিডিওর রেকর্ডও ছুঁয়ে ফেলেছে তাঁর গানের ভিডিও৷ এ কথা খুশি মনে ফ্যানদের নিজেই জানিয়েছেন সানি৷
So amazing! Thank you India 4putting us on the map of the world! @iamsrk @rahuldholakia @ritesh_sid @RaeesTheFilm https://t.co/2hXHaJWegZ pic.twitter.com/UuI0DEhg9A
— Sunny Leone (@SunnyLeone) December 24, 2016
ইন্টারনেটে গানটি মুক্তি পাওয়ার সঙ্গেই ভিডিও দেখতে ভিড় জমিয়েছিলেন সানির ফ্যানরা৷ সেই সঙ্গে যোগ দিয়েছিলেন শাহরুখ ফ্যানরা৷ দুয়ে মিলে ভিডিওটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া৷ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ‘মোস্ট ওয়াচড ভিডিও’র মধ্যে সানির গানের ভিডিও প্রথম স্থানটি দখল করে নেয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.