Advertisement
Advertisement

Breaking News

শরীর বড্ড ‘গরম’, সানি তাই নিরামিষাশী!

তাঁর মাখন পেলব দেহের অন্দরমহল অতিরিক্ত উষ্ণ হয়ে গিয়েছে৷

Sunny Leone turning vegan due to 'too much heat' in her body
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 8:20 pm
  • Updated:October 19, 2016 8:20 pm  

পৌষালী দে কুণ্ডু: উফ্! বড্ড গরম৷ আবহাওয়া নয়৷

শরীর খারাপ সানি লিওনের৷ তেতেপুড়ে যাচ্ছে শরীর৷ তবে জ্বর হয়নি৷ ডাক্তারের মতে, তাঁর মাখন পেলব দেহের অন্দরমহল অতিরিক্ত উষ্ণ হয়ে গিয়েছে৷ আর সেই কারণেই ‘ভেগান ডায়েট’ অর্থাত্‍ নিরামিষ খেতে শুরু করেছেন সানি৷

Advertisement

সম্প্রতি তাঁর ‘হট’ শরীরের কথা টুইট করে জানান পর্ন স্টারের তকমা ছেড়ে বেরিয়ে আসা এই বলিউড নায়িকা৷ এর পরেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সানি-ভক্তরা৷ শরীর ঠান্ডা করার জন্য অনেকে নানা পরামর্শও দেন৷ টুইটারে সানি লেখেন, “ভাল নেই৷ আমার রক্তে ইনফেকশন হয়েছিল৷ এবার রক্তকে বিশুদ্ধ করতে হবে৷ শরীর প্রচণ্ড গরম হয়ে গিয়েছে৷ তাই বিশেষ এক ধরনের চা পান করছি৷ ভীষণ বাজে স্বাদ৷” আর একটি টুইটে সানির বক্তব্য, “প্রাচীন শাস্ত্রমতে তৈরি চিনা ওষুধের প্রয়োগের উপর আমার ভরসা রয়েছে৷ মনে হচ্ছে, ভগবান আমাকে নিরামিষাশী হওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছেন৷ মদ, কফি, বিষাক্ত খাবার আর খাব না৷”

তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বেইমান লাভ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর থেকেই রক্ত সংক্রমণের অসুখে ভুগছেন সানি৷ নায়িকার যৌন আবেদনকে কাজে লাগিয়ে থ্রিলার ছবি বানিয়েছিলেন পরিচালক রাজীব চৌধুরি৷ তবে কীভাবে তাঁর রক্তে ইনফেকশন হল তা খোলসা করেননি সানি৷ নিন্দুকেরা অবশ্য সানির অসুস্থতা নিয়েও সমালোচনা করতে ছাড়েননি৷ তাদের প্রশ্ন, কোনও পুরনো অসুখ কি ‘বেবি ডল’ এতদিন গোপন করে রেখেছিলেন? এমন প্রশ্ন সানির পর্নস্টার হয়ে কাজ করাকেই যে ইঙ্গিত দেয় তা আর বলার অপেক্ষা রাখে না৷ এরপর অজয় দেবগণ অভিনীত ‘বাদশাহ’ ছবির একটি গানে সানির আইটেম ডান্স করার কথা৷ রিহার্সালের আগেই তাই নিরামিষ খেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন নায়িকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement