Advertisement
Advertisement

Breaking News

পর্ন প্রচার করছেন, অভিযোগে সানির বিরুদ্ধে মামলা দায়ের

তামিল ছবিতে অভিনয়ের আগেই বিপাকে অভিনেত্রী।

  Sunny Leone is  'promoting pornography', Complaint filed against actress
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 11, 2018 12:05 pm
  • Updated:February 11, 2018 12:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরেছে। কিন্তু বিপত্তি কমেনি। ফের বিপাকে পড়লেন অভিনেত্রী সানি লিওন। পর্নগ্রাফি প্রচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক সমাজকর্মী।

 ‘প্যাডম্যান’ অক্ষয়ের সঙ্গে তুলনা, প্রকাশ্যে মেজাজ হারালেন শাহরুখ  ]

Advertisement

বর্ষবিদায়ে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করা নিয়ে ঘোর বিপাকে পড়েছিলেন সানি। একদা নীল ছবির অভিনেত্রী দাক্ষিণাত্যে পা রাখলে সংস্কৃতি নষ্ট হবে বলে রীতিমতো ক্ষুব্ধ ছিল একাধিক সংগঠন। তারাই অনুষ্ঠান বাতিলের ডাক দেয়। এমনকী সানির ছবিও পোড়ানো হয়। পরে অবশ্য অন্য কীর্তি সামনে আসে। টাকার বিনিময়ে রফা করে নেওয়ারও প্রস্তাব ফাঁস হয়েছিল। সে ঘটনার রেশ মিটতে না মিটতেই বছরের গোড়ার দিকে ফের বিপাকে পড়লেন অভিনেত্রী। রবিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। ঠিক তার আগেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ ইনোচ মোজেস নামে এক সমাজকর্মীর। তাঁর দাবি, ছবির মাধ্যমে আসলে পর্নোগ্রাফির প্রচার করছেন অভিনেত্রী। যা ভারতীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এভাবেই ভারতীয় সংস্কৃতিকেও নষ্ট করছেন সানি লিওন।

[  চিত্রনাট্য চুরির অভিযোগ, এফআইআর ‘প্যাডম্যান’ অক্ষয়ের বিরুদ্ধে ]

এদিকে বলিউডের পর এবার দক্ষিণের ছবিতেও কাজ করছেন সানি লিওন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে তেরা ইনেতজার ছবিতে। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আরবাজ খান। এরপরই সই করেছেন তামিল ছবিতে। সে ছবির শুটিংও হবে চেন্নাইয়ে। ছবিতে এক নারী যোদ্ধার চরিত্রে দেখা যাবে তাঁকে। সে কারণে তরোয়াল চালানোও শিখছেন অভিনেত্রী। কিন্তু তার আগে খাস চেন্নাইয়েই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। ফলত, এই শুটিংও বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা।

 ‘টপলেস’ হয়ে ক্যামেরার সামনে অভিনেত্রী, তোলপাড় সোশ্যাল মিডিয়া ]

সানির বিরুদ্ধে এ অভিযোগ আগেও উঠেছে। এক কন্ডোমের বিজ্ঞাপনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে অপসংস্কৃতি ছড়ানোর অভিযোগ উঠেছে। প্রতি ক্ষেত্রেই অভিযোগের আঙুল ওঠে অভিনেত্রীর দিকেই। কিন্তু ঘটনা হল, বলিউডি ছবি হোক বা বিজ্ঞাপন সানিকে বরাবর এভাবেই ব্যবহার করেন পরিচালকরা। অভিনয়ের থেকেও সেক্স ডল হিসেবেই তাঁকে তুলে ধরার প্রবণতা বেশি। ফলে বিভিন্ন ব্লকবাস্টার ছবিতে ইদানিং তাঁকে আইটেম সংয়ে নাচতে দেখা যায়। সম্ভবত সানির অতীতের কারণেই এই চরিত্রেই তাঁকে বেছে নেওয়া হয়। সে কারণেই তাঁর বিরুদ্ধেই পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ ওঠে। যদিও এ ইন্ডাস্ট্রি অভিনেত্রী ছেড়েছেন বহুদিন হল। এবং এখনও তাঁর পুরনো ছবি ব্যবহার করা হয় বলে সম্প্রতি ক্ষোভপ্রকাশও করেছেন। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। ফলে আরও একবার বিপাকে পড়তে হল অভিনেত্রীকেই।

[  ফের সেন্সরের ফাঁসে বাংলা ছবি, এবার আপত্তি ‘মুসলমান’ শব্দে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement