Advertisement
Advertisement

‘কালা চশমা’র ম্যাশ আপ ভিডিওয় ক্যাটকে হারালেন সানি!

কী দেখা যাচ্ছে এই মাশ-আপ ভিডিওয়?

Sunny Deol Beats Katrina Kaif In Kala Chashma Mash Up Video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 8, 2016 4:15 pm
  • Updated:August 8, 2016 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কালা চশমা’ হইচই ফেলেছিল ভিডিও মুক্তির আগে থেকেই! সবার প্রথমে ভক্তরা মজেছিলেন ক্যাটরিনা কাইফের ইন্দো-ওয়েস্টার্ন লুকে। তার পর যখন গান মুক্তি পেল, আরও এক ধাপ চড়ল উত্তেজনার পারদ। দেখতে দেখতে হিট হল গান। ফ্যাশন ডিজাইনাররা এমনটাও বলতে লাগলেন, ক্যাটরিনার হাত ধরে এ বছরের ফ্যাশন ট্রেন্ড কাঁপাবে বড় কালো ফ্রেমের সানগ্লাস।
কিন্তু, সে সব ছাপিয়ে ক্যাটরিনা কাইফকে এবার গুনে গুনে গোল দিলেন সানি দেওল। সম্প্রতি ভাইরাল হল একটি মাশ-আপ ভিডিও। তাতে দেখা গেল, সানি দেওল নাচছেন ‘কালা চশমা’র সুরে।
যে ভিডিওটি দেখা যাচ্ছে, সেটা সানি দেওলেরই ছবির ফুটেজ। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি; নাম ছিল ‘অজয়’। ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন করিশ্মা কাপুর। বেশ হিটও হয়েছিল ছবির একটা গান- ‘ছম্মক ছল্লো’।
এবার দেখা গেল, সেই ‘ছম্মক ছল্লো’র ভিডিও ফুটেজে ‘কালা চশমা’র সুর। স্বীকার করতেই হবে, খুবই নিপুণ ভাবে ‘ছম্মক ছল্লো’র ভিডিওয় জোড়া হয়েছে ‘কালা চশমা’র সাউন্ডট্র্যাক। সাধে কী আর ভাইরাল হয়ে গেল এই মাশ-আপ ভিডিও!
আপনিও দেখে নিন ‘কালা চশমা’র সাউন্ডট্র্যাকের সঙ্গে সানি দেওলের নাচ! হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে, হলফ করে বলা যায়!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement