Advertisement
Advertisement

Breaking News

রিয়ালিটি শো-তে বিচারকের ভূমিকায় এবার শুভশ্রী

কোন রিয়ালিটি শো-তে দেখা যাবে অভিনেত্রীকে?

Subhashree to judge a reality show
Published by: Sayani Sen
  • Posted:February 22, 2019 8:30 pm
  • Updated:February 22, 2019 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় ঝড় তুলেছেন আগেই৷ এবার পালা ছোটপর্দায়৷ বুঝতে পারছেন না তো কার কথা বলছি৷ তবে এবার খোলসা করেই বলা যাক৷ রাজ ঘরনি শুভশ্রীর কথা বলা হচ্ছে৷ খুব শীঘ্রই ছোটপর্দায় অভিষেক হবে তাঁর৷তবে কোনও মেগা সিরিয়ালে না, রিয়ালিটি শো-তে এক্কেবারে বিচারকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে৷

[‘নিজের শিকড়কে ভুলে যেও না’, প্রিয়াঙ্কাকে খোঁচা করিনার]

স্টার জলসার রিয়ালিটি শো ‘এবার জমবে মজা’৷ এটি খুদেদের প্রতিভা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম৷ আগামী ২৪ ফেব্রুয়ারি ওই রিয়ালিটি শো-তে দর্শকদের জন্য রয়েছে একগুচ্ছ চমক৷ শোনা যাচ্ছে, তাতেই বিচারকের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে৷ এই প্রথমবার কোনও রিয়ালিটি শো-তে দেখা যাবে অভিনেত্রীকে৷ এছাড়াও দেখা যাবে শিলাজিৎকে৷ তিনিও বিচারকের ভূমিকাই পালন করবেন৷ থাকছেন বিশ্বনাথ বসুও৷ ইতিমধ্যেই রিয়ালিটি শো-র শুটিং শেষ হয়ে গিয়েছে৷ শুটিংয়েও কচিকাঁচাদের সঙ্গে নাকি চুটিয়ে মজা করেছেন শুভশ্রী, শিলাজিৎ এবং বিশ্বনাথ৷ কখন, কীভাবে যে গোটা টিম সব কাজ সেরে ফেলল, তা নাকি বুঝতেই পারেননি কেউ৷ শিশুদের সঙ্গে ঠিক কীভাবে মজা করলেন বিচারকেরা, তা চাক্ষুস করার জন্য আপনাকে আর দুদিন অপেক্ষা করতেই হবে৷

Advertisement

[প্রাকৃতিক সুরক্ষার পাঠ দিতে টেলিভিশনে আসছেন জিম সারভ]

পড়াশোনার চাপে যত দিন যাচ্ছে শৈশব হারিয়ে যাচ্ছে কচিকাঁচাদের৷ তারা ভুলে যাচ্ছে ঠাকুরমার ঝুলি কিংবা রূপকথার গল্প৷ পরিবর্তে সারাক্ষণ ব্যাগের বোঝা কিংবা স্মার্টফোনে মজে রয়েছে শিশুমন৷ কিন্তু শৈশবকে হারিয়ে যেতে দিতে নারাজ স্টার জলসা কর্তৃপক্ষ৷ তাই তো কচিকাঁচাদের কথা ভেবে সপ্তাহান্তে স্টার জলসায় শুরু হচ্ছে ‘ঠাকুরমার ঝুলি’৷ ঠাকুরমার ভূমিকায় দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে৷ আপাতত জোরকদমে চলছে শুটিং৷ এর আগে রূপকথার গল্প নিয়ে তৈরি মেগা সিরিয়াল টিআরপির দৌড়ে বাজিমাত করেছে৷ কিন্তু বর্তমান সময়ে ‘ঠাকুরমার ঝুলি’ আদৌ খুদে দর্শকদের মন জয় করতে পারে কি না, সেটাই এখন দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement