Advertisement
Advertisement

Breaking News

সকালে প্রেম, বিকেলে অভিমান: শুভশ্রী

পুজোয় এবার জোড়া ছবি মুক্তি পাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তার ব্যস্ততার মাঝেই কেরিয়ার, জীবন আর দেবকে নিয়ে মন খুললেন নায়িকা।

Subhashree Ganguly On Her Career And Ex-Boyfriend Dev
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 30, 2016 3:17 pm
  • Updated:September 30, 2016 3:17 pm  

পুজোয় এবার জোড়া ছবি মুক্তি পাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তার ব্যস্ততার মাঝেই কেরিয়ার, জীবন আর দেবকে নিয়ে মন খুললেন নায়িকা।

subhashree1_web

Advertisement

সংবাদ প্রতিদিন: কতটা ব্যস্ত দু’টো ছবির প্রোমোশন নিয়ে? একই দিনে তো মুক্তি পাচ্ছে ‘প্রেম কী বুঝিনি’ আর ‘অভিমান’৷
শুভশ্রী: একই সময়ে দু’টো ছবির প্রোমোশন পড়েছে বলে খুবই ব্যস্ত৷ ঘরে দু’-তিনঘণ্টা করে ফিরছি৷ সারাটা দিন বাইরে বাইরে৷ বলতে পারো সকালে প্রেম, বিকেলে অভিমান৷ (হাসি)

সংবাদ প্রতিদিন: বাংলায় ২০১৫-তে ‘শেষ বলে কিছু নেই’-এর পর তো আর ছবিতে দেখা যায়নি৷ অনেক দিন পর একই সঙ্গে আবার দুটো ছবির মুক্তি৷ একটু গ্যাপে মুক্তি পেলে ভাল হত মনে হয় না?
শুভশ্রী: না, সেটা মনে হয় না৷ আমার কেরিয়ারে এই প্রথম একসঙ্গে দু’টো ছবি মুক্তি পাচ্ছে৷ সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড৷ যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছি, যেটা হবে সেটাই পজিটিভলি নেব৷

subhashree2_web

সংবাদ প্রতিদিন: প্রায় একবছরের ওপর টলিউডে কোনও ছবি মুক্তি পায়নি৷ কতটা মিস করছেন?
শুভশ্রী: দেখো সেই সময়ে আমি সাউথে খুব ভাল অফার পেয়ে সেখানে কাজ করছিলাম৷ কলকাতায় সেই সময়ে কোনও কমিটমেন্ট ছিল না৷ তাই বাইরে কাজ করছিলাম৷ কাজ করাটাই ইম্পর্ট্যান্ট৷

সংবাদ প্রতিদিন: তবু এই এক বছরে টলিউডে আপনি ছিলেন না, আপনার ছবি বেরোয়নি পেজ থ্রি-তে, আপনাকে নিয়ে কথা হয়নি, এতে অসুবিধে হয়নি?
শুভশ্রী: দেখো অনেস্টলি বলতে গেলে আমার কোনও ইনসিকিওরিটি নেই৷ আর একটা জিনিস খুব মনে হয়, জীবনে সব কিছুই খুব টেম্পোরারি, তা সে এই খবরে থাকাই হোক বা সাফল্য৷ তাই যখন যেমন আছি, তার মধ্যেই আনন্দে থাকি৷ আমার ভাল থাকার সঙ্গে সাফল্য বা খবরের কাগজে ছবি বেরনোর সম্পর্ক নেই৷ ভাল থাকাটা ভিতরের ব্যাপার৷

subhashree3_web

সংবাদ প্রতিদিন: ‘প্রেম কী বুঝিনি’-তে কেমন চরিত্র? ওম-এর মতো তুলনায় অনভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করতে কেমন লাগল?
শুভশ্রী: এটা প্রেমের ছবি৷ মেয়েটা তার প্রেমের জন্য লন্ডন পর্যন্ত যায়৷ কিন্তু ওরা পরস্পরকে কতটা ভালবাসে এটা বুঝতেই পারে না৷ আর নতুনদের সঙ্গে কাজ করতে ভাল লাগে৷ ওমের মতো নতুন অভিনেতাদের মধ্যে একটা খিদে থাকে, ডেডিকেশন থাকে৷

সংবাদ প্রতিদিন: ‘অভিমান’-এ আপনার স্ক্রিন প্রেজেন্স কতটা?
শুভশ্রী: দেখো ট্রেলারে একটা কনফিউশন রাখা হয়েছে৷ আমি সেটা এক্ষুনি ভাঙতে চাই না৷

subhashree4_web

সংবাদ প্রতিদিন: রাজ চক্রবর্তীর সঙ্গে ‘চ্যালেঞ্জ’-এর পর আবার আট বছর পর কাজ করলেন? কেমন অভিজ্ঞতা?
শুভশ্রী: এই ছবিতে কাজ করার সময়ে এটা আমার জন্য বাড়তি উৎসাহ হিসেবে কাজ করেছে৷ রাজ অত্যন্ত ট্যালেন্টেড ডিরেক্টর৷ তবে এবার শুটিং-এ আমি আর সায়ন্তিকা ওর মাথা খারাপ করে দিয়েছি বলতে পারো৷ এত বকবক করেছি আমরাও যে, পাগল-পাগল হয়ে গিয়েছিল৷

সংবাদ প্রতিদিন: পুজোর মধ্যে ‘ধূমকেতু’ মুক্তি পিছিয়ে গেল, এতে আপসেট?
শুভশ্রী: দেবের সঙ্গে ‘ধূমকেতু’ আমার কাছে খুব স্পেশাল ছবি৷ এত ছবির ভিড়ে ওটা মুক্তি না পেয়ে একদিকে ভালই হয়েছে৷

subhashree5_web

সংবাদ প্রতিদিন: ‘ধূমকেতু’ করতে গিয়ে দেবের সঙ্গে সম্পর্কটা আগের থেকে স্বাভাবিক হয়েছে?
শুভশ্রী: হ্যাঁ, হ্যাঁ, এখনই অনেকটা স্বাভাবিক৷ অনেকদিন পর ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভাল৷

সংবাদ প্রতিদিন: এই যে একটা লম্বা বিরতির পর ছবি মুক্তি পাচ্ছে– এই সময়টা টলি সার্কিট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, কারও ওপর কোনও অভিমান হয়নি?
শুভশ্রী: না, না৷ আমি এই ভাবেই থাকতে প্রেফার করি৷ অভিমান কার ওপর হবে? যাদের ভালবাসি, অভিমান তাদের ওপর হয়৷ বেছে ছবি করতে চাই৷ যে অফার ভাল লাগবে সেটাই করব৷ আমার কোনও তাড়া নেই৷

(সাক্ষাৎকার: বিদিশা চট্টোপাধ্যায়)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement