Advertisement
Advertisement

গ্রেট বেরিয়ার রিফের রহস্যের সন্ধানে গৌরব-ঋদ্ধিমা

দেখুন এমন আরও ছবি।

Stunning pics of Gaurav-Ridhima’s Australia tour
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 8, 2018 3:14 pm
  • Updated:March 8, 2018 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিনের সম্পর্ক পরিণতি পেয়েছে গত বছরের নভেম্বরে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘আসছে আবার শবর’। হাতে কয়েকটা দিন সময় পেতেই পায়ের তলায় যেন সর্ষে গৌরব-ঋদ্ধিমার। সমুদ্র বরাবরই পছন্দ সদ্য বিবাহিত দম্পতির। তাই দু’জনেই পাড়ি দিয়েছেন দ্য গ্রেট বেরিয়ার রিফের রহস্য উদ্ধারের।

[মৃত্যুর আগে নিজের যাবতীয় সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে গেলেন অনুরাগী]

সিনেমার সূত্রেই আলাপ দু’জনের। সেখান থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি সময় লাগেনি। তারপর গত বছরের নভেম্বর মাসে বিয়ে। তবে বিয়ে করলেও নিজেদের সম্পর্কে বন্ধুত্বকেই প্রাধান্য দিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। আর এই বন্ধুত্বই তাঁদের সম্পর্ককে আরও গাঢ় করে তুলেছে।

 

During Sunset! ❤️

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh) on

[বন্ধু ভূমির যৌনজীবনের রহস্য ফাঁস করলেন আয়ুষ্মান]

বিয়ের পরও একপ্রস্থ মধুচন্দ্রিমা সেরেছেন টলিউডের তারকা-জুটি। সেটাও ছিল সৈকতই। সমুদ্রের জল বরাবরই টানে দু’জনকে। সেই টানেই এবার অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। ক’টা দিন সেখানে এভাবেই কাটাবেন। তারপরই ফিরবেন কলকাতায়। নতুন করে শুরু হবে কাজ। তাই ছুটির এই মুহূর্তগুলিতে চুটিয়ে আনন্দ করে নিচ্ছেন টলিউডের এই কিউট কাপল।

Sun. Sand. Sea.

A post shared by Gaurav Chakrabarty (@cgaurav) on

[হিন্দুদের ভাবাবেগে আঘাত, এফআইআর দায়ের রবিনার বিরুদ্ধে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement