Advertisement
Advertisement

Breaking News

এবার ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ হয়ে আসছেন টাইগার শ্রফ, নায়িকা কে?

নভেম্বরেই মুক্তি পাচ্ছে ছবি।

'Student of The Year 2' to hit screens this November
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2018 2:39 pm
  • Updated:January 25, 2018 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইগার শ্রফের ফ্যানদের জন্য সুখবর। চলতি বছরেই মুক্তি পাচ্ছে টাইগার অভিনীত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-টু’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন টাইগার। করণ জোহর টুইটে টাইগারের ফার্স্ট লুক প্রকাশ করলেন। তবে ছবির নায়িকার চরিত্রে কে রয়েছেন, তা নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। আগামী মাসেই জানা যাবে ছবির কেন্দ্রীয় দুই নারীচরিত্রের নাম। এমনটাই জানিয়েছেন করণ জোহর।

[আশুতোষ গোয়াড়িকরের পরবর্তী ছবির নায়িকা সইফ কন্যা!]

পুনিত মালহোত্রর পরিচালনায় আগামী ২৩ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-টু’। নায়ক হিসেবে টাইগারের নাম ঘোষণা হলেও নায়িকা কে তা এখনও স্পষ্ট নয়। তবে একজন নয়, দুই নায়িকাকে একসঙ্গে দেখা যাবে ছবিতে। আগামী মাসেই তাঁদের নাম প্রকাশ করবে ধর্মা প্রোডাকশনস। টাইগারের বিপরীতে কে কে রয়েছেন নায়িকার ভূমিকায়? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এদিকে নায়কের ফার্স্টলুক দেখে দিন গুনতে শুরু করেছে টাইগার অনুরাগীরা। শার্প লুকসের টাইগারের চোখের আকর্ষণী ক্ষমতা অনুরাগীদের টানছে। বোতাম খোলা ডেনিম শার্টের ফাঁকে উঁকি দিচ্ছে ঝকঝকে অ্যাবস। এককথায় টোটাল রকস টাইগার শ্রফ। প্রিয় নায়ককে দেখার পর নায়িকার ফার্স্ট লুক দেখার জন্য মুখিয়ে অনুরাগীমহল।

Advertisement

[এদিকে সুমনা ওদিকে ত্রিশলা, আবেদনময়ী জোড়া ফলায় বিদ্ধ নেটদুনিয়া]

উল্লেখ্য, করণ জোহরের অন্যতম বক্স অফিস সফল সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। এই ছবির হাত ধরেই বলিউডে তিন তিনজন ইয়ং স্টার এসেছেন। বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্র ও আলিয়া ভাট। তিনজনেই এখন বি-টাউন কাঁপাচ্ছেন। একেবারে প্রথম সারির হার্টথ্রবের তালিকায় উঠে এসেছেন বরুণ। আলিয়াও কম যান না। ‘উড়তা পঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’র মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। বি-টাউনে তৈরি করে নিয়েছেন স্বতন্ত্র জায়গা। ২৬ তারিখেই মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ মালহোত্র অভিনীত ‘আরিয়া’। এই ছবি নিয়েও দর্শকমহলে উচ্চাশা রয়েছে। ডেবিউ ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ারে’র হাত ধরে তিন ইয়ংস্টারের এখন হিংসে করার মতো ফ্যানফলোয়ার্স। স্বাভাবিকভাবেই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-টু’ নিয়ে প্রত্যাশা রয়েছে দর্শকমহলে। পরিচালক পুনিত ছবিতে টাইগার শ্রফকে কীভাবে ব্যবহার করলেন সেটাও দেখার।

 SOTY 2 will release worldwide on the 23rd of NOVEMBER 2018! The two new leading ladies will be announced next month! The franchise forges ahead under the baton of director @punitdmalhotra@foxstarhindi @apoorvamehta18 @iTIGERSHROFF pic.twitter.com/8gTuiZQANK

— Karan Johar (@karanjohar) January 24, 2018

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement