সুপর্ণা মজুমদার: পেছনে জায়ান্ট স্ক্রিন৷ বিশাল মঞ্চের সামনে সেজে উঠেছে মার্জার সরণি৷ নিখুঁত চালে হেঁটে চলা সুন্দরীদের ঢল৷ মঙ্গলবার রাতে এমনই চাঁদের হাট বসল শহর কলকাতার এই নামী হোটেলে৷ সেখানে ভারতসেরা সুন্দরী বাছাইয়ের পথে একধাপ এগিয়ে গেল এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া টিম৷ হয়ে গেল ইস্টার্ন জোনের ক্রাউনিং সেরিমোনি৷
[জানেন, কেন নিজের নাম পাল্টেছিলেন অক্ষয় কুমার?]
বিচারকের আসনে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঊষা উত্থুপ, বাইচুং ভুটিয়া, অভিষেক দত্ত এবং দীপান্বিতা শর্মা৷
তবে শোয়ের মূল আকর্ষণ ছিলেন পূর্বাঞ্চলের প্রতিযোগীরা৷ কেউ জিতে এসেছেন বিহার, ছত্তিশগড়, অসম, মেঘালয় থেকে কেউবা নাগাল্যান্ড, ওড়িশা, ত্রিপুরা মাতিয়ে এসেছেন নিজেদের সৌন্দর্যের জাদুতে৷
এরই মধ্যে বাংলার দ্যুতি ছড়িয়েছেন শুভাঙ্কিতা দীক্ষিত৷ পূর্বাঞ্চলের এই ১৩ সুন্দরী সরাসরি সুযোগ পাবেন ফেমিনা মিস ইন্ডিয়ার অন্দরমহলে৷ লড়বেন ভারত সেরা হওয়ার জন্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.