সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল কিং খানের ছবি ‘রইস’-এর৷ কিন্তু ওই একই দিনে সলমন খানের ‘সুলতান’ মুক্তি পায়৷ ফলে ‘রইস’-এর মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়৷ আগামী বছর মুক্তি পাবে শাহরুখের বিগবাজেটের এই ছবি৷ অর্থাৎ এ বছর নিজের প্রিয় নায়কের ছবি দেখা থেকে বঞ্চিতই থাকতে হচ্ছে ফ্যানদের৷
তবে ভক্তদের মন ভাল করতে একটা দারুণ খবর দিলেন বলিউড সুপারস্টার৷ শাহরুখ টুইট করে জানিয়ে দিলেন, ২০১৮-র বড়দিনটিকে নিজের ছবি মুক্তির জন্য বুক করে ফেললেন তিনি৷ পরিচালক আনন্দ এল রাই-এর ছবির নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি৷ তবে ছবির নাম যে বেশ মিষ্টি তাও এদিন জানিয়ে রাখলেন শাহরুখ৷ ছবিটিতে বলিউড বাদশা যে একজন বামনের চরিত্রে অভিনয় করবেন, সে খবর ভক্তরা অনেক আগেই জেনে গিয়েছেন৷ এবার ছবি মুক্তির দিনক্ষণও পাকা হয়ে গেল৷
This one is most special to all of us. And the title is too sweet. Wait for it.
https://t.co/MTRAVuUGFy— Shah Rukh Khan (@iamsrk) August 30, 2016
বড়দিনের উৎসবকে মাথায় রেখে বলিউডে অনেক বিগবাজেট ছবিই মুক্তি পায়৷ এর আগে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বেশ কয়েকটি ছবি এই সময় মুক্তি পেয়েছে৷ তবে ২০১৮-র বছর শেষে বাজিমাত করতে চান শাহরুখ খানই৷
‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্ঝনা’-র মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক আনন্দ রাই৷ তাই শাহরুখ-আনন্দ জুটির থেকে সিনেপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.