Advertisement
Advertisement

উপার্জনের অঙ্কে শাহরুখ, সলমনের সঙ্গে ‘ফোর্বস’ তালিকায় ঠাঁই অক্ষয়েরও

আছেন বিরাটও, জানেন আপনার এই প্রিয় তারকাদের আয় কত?

SRK, Salman, Akshay, Virat among world's 100 highest-paid celebrities: Forbes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 13, 2017 4:18 am
  • Updated:June 13, 2017 4:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় গ্ল্যামারের দ্যুতি বিদেশেও ছড়াতে শুরু করেছে। সেই সঙ্গে মিলছে একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি। এই তালিকায় নয়া সংযোজন ফোর্বস ম্যাগাজিনের করা সাম্প্রতিক এক সমীক্ষার ফল। যেখানে বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে তারকাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেরা ১০০-র সেই তালিকায় উঠে এসেছে শাহরুখ, সলমন ও অক্ষয় কুমারের নাম। আর সবচেয়ে বেশি রোজগেরে খেলোয়াড়দের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন কেবলমাত্র ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

২০১৬ সালের জুন থেকে ২০১৭ জুন মাস পর্যন্ত তারকাদের আয়ের নিরিখে হয়েছে এই হিসেব। তারকাদের পারিশ্রমিকের পাশাপাশি দেখা হয়েছে বিজ্ঞাপন ও ইভেন্টের মাধ্যমে অর্জিত অর্থের পরিমাণও। এই অর্থের নিরিখেই ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে বলিউড বাদশা শাহরুখ খান। প্রায় ২৪৫ কোটি টাকা রোজগার করে সেরাদের এই তালিকায় ৬৫তম স্থান দখল করেছেন তিনি। প্রিয়বন্ধু সলমনের রোজগার প্রায় ২৩৮ কোটি টাকা। এর জোরেই ভাইজান পেয়েছেন ৭১তম স্থান। খানদের টক্কর দিয়েই ৮০তম স্থানটি নিজের দখলে রেখেছেন খিলাড়ি অক্ষয় কুমার। তাঁর রোজগার আনুমানিক ২২৯ কোটি টাকা।

Advertisement

[কৃষকদের ঋণ মকুবের দায় নিতে নারাজ কেন্দ্র]

১০০ জন সবচেয়ে বেশি রোজগেরে সেলিব্রিটিদের এই তালিকার শীর্ষে রয়েছেন আমেরিকান ব়্যাপার শ্যান ডিড্ডি কম্বস। ফোর্বস-এর হিসেব অনুযায়ী তাঁর আয় প্রায় ৮৩৭২ কোটি টাকা। আনুমানিক ৬৭৬২ কোটি টাকা আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন বেয়ন্সে। হ্যারি পটার খ্যাত লেখক জে কে রাউলিং রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর মোট আয় প্রায় ৬১১৮ কোটি টাকা।

তারকাদের মধ্যে ভারতের তিনজন জায়গা করে নিলেও, রোজগারের ভিত্তিতে বিশ্বে সেরা ১০০ খেলোয়াড়দের মধ্যে ভারতের একমাত্র প্রতিনিধি বিরাট কোহলি। ২০১৬ সালের জুন থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত বিরাটের আয় প্রায় ১৪২ কোটি টাকা। আর জোরেই ৮৯তম স্থানটি দখল করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আর ফুটবলের ময়দানের মতোই আয়ের নিরিখেও সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সি আর সেভেনের আয়ের অঙ্ক কত জানেন? ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫৯৮৯ কোটি টাকা।

[OMG! এসি থেকে আসতে পারে এমন বিপদ!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement