Advertisement
Advertisement

Breaking News

গৌরি-শাহরুখের সঙ্গে আর থাকবে না আব্রাম!

বাবা-মায়ের কাছ থেকে কী চেয়েছিল ছোট্ট আব্রাম?

SRK And Gauri gave a beautiful gift to AbRam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 8, 2017 9:22 pm
  • Updated:January 8, 2017 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় জগতে এখনও হাতেখড়ি হয়নি। তাতে কী! আব্রামের ফ্যানের সংখ্যা কিন্তু একেবারেই কম নয়। তার দুষ্টু মিষ্টি ‘লুক’-এই ফিদা হন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তার নতুন নতুন কাণ্ড কারখানা দেখার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। ভক্তরা তো তার দেখা পায়। কিন্তু আব্রাম যা চায়, তা কি পায়? অবশ্যই পায়। হাজার হোক, ৫ বছরেই সেলেব হয়ে ওঠা আব্রামের বাবার নাম যে শাহরুখ খান। সন্তানের আবদার পূরণ করবেন না, তাও কি হয়?

কিন্তু বাবা-মায়ের কাছ থেকে কী চেয়েছিল ছোট্ট আব্রাম? কোনও ভিডিও গেম? নাকি কোথাও ঘুরতে যাওয়া ইচ্ছে হয়েছিল তার? নাহ্! এসব আন্দাজ আব্রামের চাহিদার ধারকাছ দিয়েও যাচ্ছে না। গৌরি এবং শাহরুখের থেকে একটি ট্রি হাউজ চেয়েছিল সে। ছেলের জন্য যেন সান্তাক্লজের রূপ ধারণ করলেন কিং খান ও গৌরি। আর ঝুলি থেকে বের করে এনে দিলেন সুন্দরভাবে সাজানো একটি ট্রি হাউজ। মন্নতের ভিতরেই তৈরি করা হয়েছে কাঠের বাড়িটি। সাবু সিরিলের ডিজাইন করা ট্রি হাউজ দারুণ মনে ধরেছে আব্রামের। সেখানে ঘরের পাশে রয়েছে একটি সুন্দর বারান্দাও। কাঠের সিঁড়ি দিয়ে ট্রি হাউজে ঢুকে নিজের খেলার জিনিসপত্র দিব্যি সাজিয়ে গুছিয়ে রাখছে বলিউড বাদশার কনিষ্ঠ পুত্র। তবে কি বাবা-মায়ের সঙ্গে আর থাকবে না আব্রাম? সে তো আব্রামই বলতে পারবে।

@iamsrk @gaurikhan Awwww 😭 so cuteeeeee 😭 😍 ❤ 💋 💕 👑

A photo posted by AbRam Khan (@iamabramkhan) on

দেখে হিংসা হচ্ছে? কী আর করা যাবে। সব শিশু তো আর ভাগ্য করে মন্নতে জন্ম নেয় না!

কেন কাটাপ্পা মারল বাহুবলীকে? ২৫ জানুয়ারি মিলবে উত্তর

নিজের যৌনজীবন নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করণ জোহরের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement