Advertisement
Advertisement

সৃজিতের ‘বেগম জান’-এর তালিকায় একঝাঁক বলি সুন্দরী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে৷ বোলপুরের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে বলিউডের সুন্দরীরা৷ ক্যাপ্টেন অফ দ্য শিপ, সৃজিত মুখোপাধ্যায়৷ ‘রাজকাহিনি’র মতোই সযত্নে সাজিয়ে তুলছেন প্রথম হিন্দি ছবি ‘বেগম জান’৷আরও পড়ুন:শান্তি নেই ‘পুষ্পা’র মনে! বাড়ি ভাঙচুরের পরই দুই সন্তানকে অন্যত্র সরালেন আল্লু অর্জুন‘মিথ্যে বলছেন আল্লু অর্জুন!’ পদপিষ্টের ভিডিও দেখিয়ে মুখ্যমন্ত্রীর দাবিতে ‘সিলমোহর’ পুলিশের […]

Srijit shooting in Bolpur with huge star cast of Begum Jaan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 7:47 pm
  • Updated:May 30, 2023 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে৷ বোলপুরের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে বলিউডের সুন্দরীরা৷ ক্যাপ্টেন অফ দ্য শিপ, সৃজিত মুখোপাধ্যায়৷ ‘রাজকাহিনি’র মতোই সযত্নে সাজিয়ে তুলছেন প্রথম হিন্দি ছবি ‘বেগম জান’৷

গল্প এক৷ কিন্তু, বাংলা-হিন্দিতে অনেকটাই তফাত গড়ে দিচ্ছে স্টার কাস্ট৷ ‘বেগম জান’ হিসেবে বিদ্যার নাম জানাজানি হয়ে গিয়েছে অনেকদিন আগেই৷ তবে, বাকি কলাকুশলী কারা? প্রশ্নটা অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল সিনে অনুরাগী মহলে৷ উত্তর মিলল এতদিনে৷ লিলি চক্রবর্তীর চরিত্রে রয়েছেন ইলা অরুণ, পার্ণোর ভূমিকায় পল্লবী সারদা, গহর খানকে দেখা যাবে জয়া এহসানের ভূমিকায়৷ এছাড়াও প্রিয়াঙ্কা সরকারের চরিত্রে থাকছেন রবিজা চৌহান, সোহিনী ও সায়নীর ভূমিকায় যথাক্রমে ঋদ্ধিমা তিওয়ারি ও ফ্লোরা সাইনি৷ মিষ্টিকে দেখা যাবে ছোট্ট ঋদ্ধিমা ঘোষের চরিত্রে৷ আর সুদীপ্তার ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা শেঠিয়া৷

Advertisement

ছেলেদের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রে থাকছেন আশিষ বিদ্যার্থী, কৌশিক সেনের চরিত্রে রজত কাপুর৷ আবিরের ভূমিকায় থাকছেন বিবেক মুসরান ও যিশু সেনগুপ্তের চরিত্রে চাঙ্কি পান্ডে৷ আর নবাব রজতাভ এখানে নাসিরুদ্দিন শাহ৷ বিশাল এই টিম নিয়েই জোরকদমে বলিউডের মাটিতে পা রাখার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন সৃজিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement