Advertisement
Advertisement

নিজের ‘বেগম জান’-এ ক্যামেরার সামনেও সৃজিত!

শোনা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লির এক হোটেলে সৃজিতের অংশটি নাকি শুটও হয়ে গিয়েছে৷

Srijit Mukherji to do a cameo in Vidya Balan’s Begum Jaan!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 5:53 pm
  • Updated:May 30, 2023 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে পরিচালক হিসেবে হাতেখড়ির খবর আগেই ছড়িয়ে পড়েছে৷ এবারে নাকি ক্যামেরার সামনেও আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ শোনা যাচ্ছে, নিজের প্রথম বলিউড ছবি ‘বেগম জান’-এ অভিনয় করতে দেখা যাবে তাঁকে৷ তবে স্বল্প সময়ের জন্যই অর্থাৎ ক্যামিও৷

বেশ কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকায় বিদ্যা বালান সহ একঝাঁক বলিউড সুন্দরী নিয়ে  ‘বেগম জান’ ছবির শুটিং সেরেছেন৷জানা যাচ্ছে, ছবির এক বিশেষ দৃশ্যে এক ‘মন্ত্রী’ হিসেবে দেখা যাবে সৃজিতকে৷ তবে স্বল্প এই চরিত্রে কোনও সংলাপ নেই পরিচালক তথা অভিনেতার৷

Advertisement

২০১৭ সালের ৬ জানুয়ারি মুক্তি পাবে সৃজিতের প্রথম বলিউড ভেঞ্চার৷ বিদ্যা বালান ছাড়াও ছবিতে রয়েছে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, পল্লবী সারদার মতো অভিনেতা-অভিনেত্রীরা৷ শোনা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লির এক হোটেলে সৃজিতের অংশটি নাকি শুটও হয়ে গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement