Advertisement
Advertisement

Breaking News

Srabanti Chatterjee

শিশু অপহরণের গল্পে শ্রাবন্তী-জিতু জুটি, প্রকাশ্যে ‘বাবুসোনা’র লুক

আগামী মাস থেকে শুরু হবে ছবির শুটিং।

Srabanti and Jeetu Kamal Team up for new movie| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 28, 2023 10:35 am
  • Updated:April 28, 2023 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাও আবার অ্যাকশন ছবিতে। ছবির নাম ‘বাবুসোনা’। পরিচালক অংশুমান প্রত্যুষ। সম্প্রতি হয়ে গেল এই ছবির বিশেষ ফটোশুট। হিমাংশু ধানুকার প্রযোজনাতে “এসকে মুভিস” এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি “বাবুসোনা”।

এই ছবিতে জিতু কমলকে দেখা যাবে কিডন্য়াপারের চরিত্রে। অন্যদিকে ছবিতে শ্রাবন্তী হবেন চোর। তবে নিজেদের কুকর্মকে ঢাকতে দুইজনেই অন্য পেশার মুখোশ পরে থাকেন। হঠাৎ ছবির গল্পে টুইস্ট। লন্ডনে এক শিশুর অপহরণের ঘটনায় জড়িয়ে পড়েন দুজনে। তারপর গল্প নেয় নতুন মোড়।

Advertisement

[আরও পড়ুন: ‘সংবাদ প্রতিদিন’-এর খবরের জের, বীরভূমের লোকশিল্পীকে প্রাপ্য সম্মান বাংলাদেশি পরিচালকের ]

‘বাবুসোনা’ ছবিতে শ্রাবন্তী ও জিতু কমল ছাড়াও রয়েছেন পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য।
আগামী মাসেই লন্ডন জুড়ে ছবির শ্যুটিং হবে।

[আরও পড়ুন: ‘তোমার বিয়েতে নাচব’, পাঁচ ছক্কা হাঁকানো রিঙ্কুকে ম্যাচের পর বিশেষ বার্তা শাহরুখের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement