Advertisement
Advertisement

Breaking News

‘সন্তান চাইলে দত্তক নাও, সারোগেসির নাটকের কী দরকার?’

সময় গড়াতেই ধেয়ে এল সমালোচনা৷ করলেন সপা নেতা আবু আজমি৷

SP leader Abu Azmi's Controversial Comment on Karan Johar's Draws flak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 6, 2017 4:09 pm
  • Updated:March 6, 2017 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারোগেসির মাধ্যমে দুই সন্তান দত্তক নিয়েছেন পরিচালক করণ জোহর৷ গোটা বলিপাড়া তা নিয়ে অভিনন্দন জানিয়েছিল করণকে৷ কিন্তু সময় গড়াতেই ধেয়ে এল সমালোচনা৷ করলেন সপা নেতা আবু আজমি৷ যিনি আবার আয়েশা তাকিয়ার শ্বশুরও৷ তাঁর সাফ প্রশ্ন, সন্তান চাইলে কেউ দত্তক নিক৷ তার জন্য সারোগেসির নাটক করার কী দরকার?

ইন্ডাস্ট্রি এত খারাপ হলে ছেড়ে দেওয়া উচিত কঙ্গনার: করণ

বরাবরই বিতর্কিত মন্তব্য করেন এই সপা নেতা৷ বেঙ্গালুরু ধর্ষণ কাণ্ড নিয়েও তিনি মুখ খুলেছিলেন৷ যদিও সমালোচনার মুখে পড়ে খানিকটা পিছু হটেন৷ এবার তার নিশানায় পরিচালক করণ জোহর৷ সারোগেসিকে নাটকের বাইরে আর কিছু ভাবতে নারাজ এই নেতা৷ করণকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, এত বয়স হয়েছে, বিয়ে কেন করেননি করণ? আর যদি সন্তানের বাবা হতেই ইচ্ছে হয় তবে দত্তক নিলেই হল৷ তার জন্য সারোগেসির নাটক করার কী প্রয়োজন?

Advertisement

জানেন, কেন শেভিং রেজর হাতে ছবি দিচ্ছেন অভিনেত্রীরা?

বলিপাড়ায় সারোগেসি অবশ্য নতুন নয়৷ শাহরুখ খানের মতো সুপারস্টারও এই পথ নিয়েছিলেন তাঁর তৃতীয় সন্তানের জন্য৷ পরে তুষার কাপুর সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন৷ এদিকে বলিপাড়ায় দত্তকের নমুনা বললে প্রথমেই মনে আসে সুস্মিতা সেনের নাম৷ বিয়ে না করলেও বহুদিন আগেই দত্তক নিয়ে সন্তান প্রতিপালন করছেন তিনি৷ নাম না করলেও এবার সেদিকেই ইঙ্গিত করলেন সপা নেতা৷ সারোগেসিকে যে তিনি সমর্থন করেন না, তা তাঁর কথাতেই স্পষ্ট৷  যদিও এ নিয়ে পরিচালকের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷

বদলা নিতেই ধনুশদের অন্তরঙ্গ ছবি ফাঁস করেছেন গায়িকা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement