Advertisement
Advertisement

Breaking News

#Metoo অভিযোগের পালটা, গায়িকা সোনা মহাপাত্রকে তোপ সোনু নিগমের

‘টুইটারে বমি করেছেন ভদ্রমহিলা’, সোনা মহাপাত্রকে তোপ সোনুর

Sonu Nigam attacked Sona Mahapatra
Published by: Sayani Sen
  • Posted:December 20, 2018 8:18 pm
  • Updated:December 20, 2018 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসকয়েক আগেই বি-টাউনে আছড়ে পড়েছিল #MeToo ঝড়৷ সেই তালিকায় নাম জড়িয়েছিল সংগীত পরিচালক অনু মালিকের৷ গায়িকা সোনা মহাপাত্র এনেছিলেন এহেন অভিযোগ৷ অনুর পাশে দাঁড়িয়েছিলেন সোনু নিগম৷ টুইটে তাঁর বিরোধিতা করেন গায়িকা৷ বৃহস্পতিবার পালটা টুইটে সোনাকে তোপ দাগলেন সোনু৷ আপাতত সোনা এবং সোনুর টুইট যুদ্ধে উত্তপ্ত নেটদুনিয়া৷

[পরের বছরই বিয়ে করছেন অঙ্কিতা! পাত্রটি কে?]

২০০৬ সালের অক্টোবরের একটি ঘটনার কথা তুলে মাসখানেক আগে শিরোনামে চলে আসেন সোনা মহাপাত্র৷ জানান, ২০০৬ সালে অনু মালিকের সঙ্গে দেখা হয় তাঁর৷ বাড়িতে আসার জন্য নিমন্ত্রণও করেন৷ অভিযোগ করেন, এরপর থেকেই বিভিন্ন সময়ে অনু ফোন করতেন তাঁকে৷ এমনকী, ফোনে নানা অশ্লীল মন্তব্যও করতেন তিনি৷ দিয়েছেন নানা কুপ্রস্তাবও৷ তারপর থেকেই অনুর সঙ্গে তিনি সম্পর্ক রাখা বন্ধ করে দেন৷ অনু মালিকের বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় বি-টাউনে৷ অনু মালিকের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ উঠতে থাকে৷ ‘ইন্ডিয়ান আইডল ১০’ থেকেও বাদ দিয়ে দেওয়া হয় অনু মালিককে৷

Advertisement

[‘পাকিস্তানে জন্মালে ভাল হত’, বিতর্কিত মন্তব্যের সাফাই দিলেন সোনু]

এহেন অভিযোগ সামনে আসার পর অনু মালিকের পাশ থেকে সরে দাঁড়ায় গোটা বলিউড৷ এমতাবস্থায় তাঁর পাশে দাঁড়ান সোনু নিগম৷ ‘যৌন হেনস্তাকারী’-র সমর্থনকে যদিও ভাল চোখে দেখেননি অভিযোগকারী গায়িকা৷ পালটা প্রতিক্রিয়া দিতে ছাড়েননি সোনু নিগম৷ টুইটে তিনি লেখেন,‘‘ভদ্রমহিলা টুইটারে বমি করেছেন৷ সোনা এমন একজনের স্ত্রী, যিনি আমার খুব কাছের৷ তাঁকে বলব কাকে কি বলছেন ভেবে বলুন৷ ভারতীয় ইতিহাসে দেখা গিয়েছে মহিলারা অনেক ভাল কাজ করেছেন৷ কিন্তু বর্তমান যুগের মহিলাদের এহেন আচরণে আমি লজ্জিত৷’’ অনু মালিকের বিরুদ্ধে যে বা যাঁরা এহেন অভিযোগ এনেছেন, তাঁরা কার্যত নিম্ন মানসিকতার মানুষ ছাড়া আর কিছুই নন বলেও টুইটে ক্ষোভ উগরে দেন সোনু৷

[শহুরে জীবনের চালচিত্র ফুটে উঠল ‘শাহজাহান রিজেন্সি’-র পোস্টারে]

সোনুর এই টুইটে যদিও বেজায় চটেছেন সোনা মহাপাত্র৷ সোনুর মন্তব্যের প্রত্যুত্তরে পালটা মুখ খোলেন তিনি৷ ঘনিষ্ঠ মহলে সোনা বলেন, ‘‘আমার পরিচিতি শুধুমাত্র কারও স্ত্রী নয়৷’’ যে বা যাঁরা অনু মালিকের পাশে রয়েছেন, তাঁদের মানসিকতা একরকম বলেও তোপ দাগেন গায়িকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement