সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার হাতে তুলে নেওয়ার মঞ্চে নজর কাড়লেন অভিনেত্রী সোনম কাপুর। নীরজা ছবিতে অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার নিজের স্টাইল স্টেটমেন্টে জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে ভক্তদের মন জয় করলেন সোনম।
ভারতীয় নারীর তথাকথিত শাড়িও যে মহিলার সৌন্দর্যকে নিখুঁতভাবে তুলে ধরতে পারে, তা সোনাম কাপুরকে দেখে বলাই যায়। সবুজ শাড়ি এবং ট্র্যাডিশনাল গয়নায় নিজেকে তুলে ধরেছিলেন সোনম। এমনিতেই তিনি ফ্যাশন আইকন। তার জন্য অতীতে পুরস্কৃতও হয়েছেন। এবারও সেই ছাপই বজায় রাখলেন। বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার সময় ক্যামেরার লেন্সগুলি সোনমের দিকেই তাক করে থাকল। মেয়ের এমন কীর্তির সাক্ষী থাকতে উপস্থিত হয়েছিলেন বাবা অনিল কাপুরও। জাতীয় পুরস্কারের জন্য সোনমের নাম ঘোষণার পর তিনি জানিয়েছিলেন, “নীরজার মতো সামাজিক ও শিক্ষামূলক ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ায় আমি গর্বিত। আর জাতীয় পুরস্কার সবসময়ই আরও ভাল কিছু করে দেখানোয় অনুপ্রেরণা জোগায়।”
এদিকে, দিল্লির বিজ্ঞান ভবনে এদিন ‘রুস্তাম’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার নিতে হাজির ছিলেন অক্ষয় কুমারও। তাঁর জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। প্রশ্ন উঠেছিল, এই ছবির জন্য কেন তাঁকে সেরা অভিনেতা বেছে নেওয়া হল। তবে বলিউডের খিলাড়ি কুমার সে সবে কান দেননি। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার আনন্দ চেটেপুটে উপভোগ করেছেন তিনি। মালয়ালম ছবি ‘মিন্নামিনুনগু’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেওয়া হল সুরভীর হাতে।
No words can do justice to the joy I feel at this moment…sharing with you all my first ever #NationalFilmAward!Thank you for the love 🙏🏻 pic.twitter.com/DdK1FvuK4i
— Akshay Kumar (@akshaykumar) May 3, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.