সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটা দিনই এক একটা যুদ্ধ। নিজের সঙ্গে, শারীরিক আর মানসিক যন্ত্রণার সঙ্গে। এ যন্ত্রণা ভোগের মোক্ষ যদি মেলে, তবে তা মিলতে পারে একটাই ফলে, আর তা হল জীবন। আর সেই জীবনের রাশ হাতে পাওয়ার জন্যই যেকোনও লড়াই কবুল সোনালি বেন্দ্রের। ইনস্টাগ্রামেও নিজের সেই জীবনপণ লড়াইয়েরই একটা ছোট্ট বিবরণ দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে জুড়েছেন নিজের মুণ্ডিত মাথার একটি ছবি। সম্প্রতি আমেরিকায় চিকিৎসাধীন বলিউডের আরেক অভিনেতা ঋষি কাপুরের সঙ্গেও দেখা করেছেন তিনি।
[#MeToo বাণে বিদ্ধ গায়ক অভিজিৎ, বিস্ফোরক অভিযোগ বিমানসেবিকার ]
দু’দিন আগেও ভাল থাকার জন্য উইগ কিনেছিলেন যে সোনালি, সেই তিনিই আর নিজের রূপ লুকোতে ব্যস্ত নন। বরং নির্ভীক। আয়নার সামনে ছবিতে চোখে কাজল দিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যা দেখে মনে হবে যুদ্ধে নামারই প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর তার সঙ্গের পোস্টটিতে সোনালি যা লিখেছেন, তা আরও দুঃসাহসী। সোনালি লিখেছেন, তাঁর হঠাৎ পালটে যাওয়া জীবনে গত কয়েক মাসে অনেক খারাপ দিন দেখতে হয়েছে তাঁকে। কোনও কোনও দিন এমনও গিয়েছে, যখন ব্যথায় যন্ত্রণায় এতটাই কাহিল হয়ে পড়েছেন যে, সামান্য একটা আঙুল নড়াতেও প্রচণ্ড কষ্ট করতে হয়েছে তাঁকে। এমনকী হাসতেও কষ্ট হয়েছে। কিন্তু, তার পরেও হাল ছাড়তে রাজি নন সোনালি বেন্দ্রে। ইনস্টাগ্রাম পোস্টের প্রতি ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন, যুদ্ধ যখন লড়ছেন, তখন তা বীরের মতোই লড়তে চান তিনি। কারণ তিনি মনে করেন, জীবনটা শুধু সুখী হওয়া বা সুখের ভান করার জন্য নয়। দুঃখ পাওয়ার আর দুঃখ বোধ করার সমান অধিকার আমাদের আছে। আর সেটা স্বাভাবিক। কান্না আর জীবনের যন্ত্রণায় এমন কিছু মালিন্য নেই যে তাকে লুকিয়ে রাখতে হবে। প্রাণ খুলে কাঁদতে পারার মধ্যেও একটা শান্তি আছে। তবে ওই কান্না আর যন্ত্রণা জীবনের রাশ নিয়ন্ত্রণ না করলেই হল।
[নানা পাটেকরের বিরুদ্ধে মহিলা কমিশনের দ্বারস্থ তনুশ্রী]
মঙ্গলবার এই ইনস্টাগ্রাম পোস্টে সোনালি লিখেছেন, ক্যানসারের অমন মারাত্মক যন্ত্রণার মধ্যেও ভাল থাকার সুযোগ খুঁজে নিয়েছেন তিনি। কখনও কেমোথেরাপির পর তাঁর প্রিয় স্মুদি খাওয়ার মধ্যে দিয়ে, কখনও বা ছেলের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে। আর জীবনের প্রতি সোনালির এই হার-না-মানা মনোভাবই বিস্মিত করেছে নেটিজেনদের। প্রতি মুহূর্তে আরও সাহসী হয়ে ওঠা সোনালির এই জীবনবোধ যে কোনও ভেঙে পড়া মানুষকে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে সাহায্য করবে বলে মন্তব্যও করেছেন অনেকে। সোনালির ওই ইনস্টাগ্রামপোস্ট অনুপ্রেরণাদায়ী পোস্ট হিসাবে ইতিমধ্যেই বহুবার শেয়ার করা হয়েছে। সোনালির হার না মানা মনোভাবের প্রশংসাও করেছেন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। সোনালি বেন্দ্রে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.