সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলি-পাড়ার সব আলোচনাকে ছাপিয়ে এখন হট টপিকের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ‘সুলতান’ সলমন খানের ধর্ষণ মন্তব্য৷ কেউ এই প্রসঙ্গে দাবাং খানের পাশে দাঁড়াচ্ছেন, তো কেউ বলে দিচ্ছেন, সলমন সত্যিই ‘ব্যাড বয়’৷ আবার কেউ পুরো বিষয়টাকে এড়িয়ে চলাই ভাল বলে মনে করছেন৷ এবার সলমনের মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী সিনহা৷ কী বললেন তিনি?
সংবাদ মাধ্যমের সামনে বরাবরই খোলা মনে কথা বলতে দেখা গিয়েছে সোনাক্ষীকে৷ ঢাক ঢাক গুর গুর ব্যাপারটা বি-টাউনের সোনার একেবারে নেই বললেই চলে৷ তাঁর আপকামিং ছবি ‘আকিরা’-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও একই মেজাজে পাওয়া গেল ‘দাবাং গার্ল’ সোনাক্ষীকে৷ সেখানেই উঠে এল বলিউড সুপারস্টারের ধর্ষণ মন্তব্যের প্রসঙ্গ৷ ‘সুলতান’ ছবির শুটিংয়ে নিজের পরিশ্রমের কথা বর্ণনা করতে গিয়ে সলমন বলেছিলেন, প্রশিক্ষণের পর ধর্ষিতার মতো হাঁটতেন তিনি৷ এই নিয়েই বিতর্কের ঝড় উঠেছিল৷
খানসাহেবের সঙ্গে মিস সিনহার সুসম্পর্কের কথা সকলেরই জানা৷ তাঁর কথাতেও সেটাই ফের প্রমাণ পেল৷ সলমন ভক্তদের মনের কথাই শোনা গেল আকিরার মুখে৷ কোনওরকম সংকোচ না করে তিনি বলে দিলেন, “আমার মনে হয় এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়ে গিয়েছে৷ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ না হয়েও অনেক বেশি গুরুত্ব পেয়ে গিয়েছে৷
এখানেই থেমে থাকেননি৷ সলমনের মন্তব্যের পক্ষে যুক্তি খাড়া করে বলি ডিভা বলেন, “অনেক সময় অনেক বিষয় মাত্রা ছাড়িয়ে যায়৷ এর উদাহরণ অনেক রয়েছে৷ যার জন্য অকারণে কোনও ব্যক্তিকে কাঠগড়ায় তোলা হয়৷ আমার যেটা ঠিক মনে হয়, আমি সবসময়ই তার পাশে দাঁড়াই৷ অর্থাৎ, নিজের প্রথম ছবির নায়কের পাশে দাঁড়িয়ে সোনাক্ষী বুঝিয়ে দিলেন, শুধু অন-স্ক্রিন নয়, অফ-স্ক্রিনেও তাঁদের বন্ধুত্ব অটুট৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.