Advertisement
Advertisement

Breaking News

অশ্লীলভাবে হাঁটু স্পর্শ করেছিলেন কৈলাস, বিস্ফোরক গায়িকা সোনা

টুইটারে কৈলাসের বিরুদ্ধে সরব হয়েছেন গায়িকা৷

Sona Mahapatra Accuses Kailash Kher Of Sexual Misconduct
Published by: Sayani Sen
  • Posted:October 11, 2018 5:48 pm
  • Updated:October 11, 2018 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু সেলিব্রিটি #MeToo নিয়ে সরব হয়েছেন৷ এবার সেই তালিকায় নাম জুড়লেন সংগীত শিল্পী সোনা মহাপাত্র৷ তাঁর অভিযোগ, কৈলাস খের তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছেন সোনা৷ 

[যুবককে ধাক্কা, প্রতীক বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের]

একটি কনসার্ট নিয়ে আলোচনার জন্য ক্যাফেতে কৈলাস খেরের সঙ্গে দেখা করেন সোনা৷ তাঁর অভিযোগ, ক্যাফেতে দেখা হওয়ার পর থেকে সুন্দরী বলে ফ্লার্ট করেন কৈলাস৷ এমনকী, সংগীত পরিচালক তাঁর হাঁটুর উপরেও স্পর্শ করে বলে অভিযোগ সোনার৷ এরপর থেকে আর কোনওদিনই তিনি কৈলাসের সঙ্গে একা দেখা করার সাহস পাননি বলেও জানান ওই গায়িকা৷ এরপর ঢাকায় একটি সংগীতানুষ্ঠানে যাওয়ার কথা ছিল সোনার৷ কৈলাস খের চক্রান্ত করে তাঁকে অপমান করেন বলেও অভিযোগ গায়িকার৷ ওই অনুষ্ঠানের আগে গ্রিন রুমে কৈলাস তাঁকে কটূক্তি করেন বলেও জানান সোনা৷ গায়িকার স্বামী রাম সম্পথকেও কৈলাস অপমান করেন বলেও অভিযোগ তাঁর৷ টুইট করে নেটিজেনদের কাছে কৈলাস খেরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সোনা৷  তবে কেন এতদিন পর কৈলাস খেরের কুকীর্তি নিয়ে সরব হলেন সোনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন করেছেন নেটিজেনদের একাংশ৷ পালটা টুইটে জবাবও দিয়েছেন গায়িকা৷ সোনা টুইটে লেখেন, ব্যক্তিগত জীবনের সমস্যা কীভাবে, কখন জানাবেন তিনি, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত৷ এ বিষয়ে কারও পরামর্শ শুনতে চান না বলেও জানান গায়িকা৷

[মারধর করে চোয়াল ভেঙে দিয়েছিলেন প্রযোজক, বিস্ফোরক অভিনেত্রী ফ্লোরা]

শুধু সোনাই নন, কৈলাস খেরের বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগে সরব হয়েছেন এক মহিলা সাংবাদিক৷ অভিযোগ, সাক্ষাৎকার নেওয়ার সময় কৈলাস খের তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন৷ নিজের বিরুদ্ধে ওঠা একের পর এক শ্লীলতাহানির অভিযোগ খারিজ করে দিয়েছেন কৈলাস খের৷ তিনি বলেন, ‘‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি মহিলাদের কতটা সম্মান করি৷ তারপরেও প্রথমে এক সাংবাদিক এবং পরে গায়িকা সোনার শ্লীলতাহানির অভিযোগে আমি দুঃখিত৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement