Advertisement
Advertisement

মঞ্চে মদ্যপের হেনস্তার শিকার সোমলতা, ফেসবুক লাইভে সরব গায়িকা

সমালোচনায় সরব নেটিজেনরা৷

Somlata verbally hackle
Published by: Sayani Sen
  • Posted:January 5, 2019 4:31 pm
  • Updated:January 5, 2019 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার সোমলতা৷ শুক্রবার ধূপগুড়ির একটি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিল্পী৷ অভিযোগ, ওই স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা সোমলতাকে মত্ত অবস্থায় মঞ্চে উঠে হেনস্তা করে৷ বাধ্য হয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন গায়িকা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে৷ ফেসবুক লাইভে শুক্রবার অনুষ্ঠানের অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান গায়িকা৷ ঘটনার সমালোচনায় সরব নেটিজেনরা৷

[ফের বিজেপির বিরোধিতা, মানবাধিকার নিয়ে বড় মঞ্চে নাসিরুদ্দিন]

মঞ্চে গান গাইতে উঠে হেনস্তার শিকার হয়েছেন একাধিক গায়ক-গায়িকা৷ ইদানীং এই অভিযোগ তুলেছেন অনেকেই৷ এবার একই অভিযোগে সরব বিখ্যাত গায়িকা সোমলতা৷ মঞ্চে উঠে হেনস্তার শিকার হলেন তিনি৷ ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন গায়িকা৷ ঠিক কী হয়েছিল? শুক্রবার ধূপগুড়ির একটি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ছিল৷ ওই স্কুলেই নিজের ব্যান্ডের সদস্যদের সঙ্গে গান গাইতে গিয়েছিলেন সোমলতা৷ অভিযোগ, ওই স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা তাঁকে মঞ্চে উঠে হেনস্তা করে৷ মঞ্চে উঠে ওই শিক্ষক ছাত্রছাত্রীদের উসকানিমূলক মন্তব্যের পাশাপাশি গায়িকার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যও করে৷ শুধু গায়িকাই নন, অপমান করা হয় তাঁর দলে থাকা অন্যান্য শিল্পীদেরও৷ পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই শিক্ষকের লোকজন তাদের উপর হামলা করে বলে অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ পরে যদিও উত্তরবঙ্গ জেলা পুলিশের উদ্যোগে কোনওক্রমে ওই স্কুল থেকে হোটেলে পৌঁছান গায়িকা৷ এমনকী পুলিশ তাঁদের বিমানবন্দরেও পৌঁছে দেয়৷

Advertisement

[স্বস্তিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল? জানালেন অনির্বাণ]

শিক্ষকের এমন আচরণে রীতিমতো বিরক্ত হয়েছেন গায়িকা৷ অন্য জেলায় গিয়ে অনুষ্ঠান করার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান সোমলতা৷ তাঁর ফেসবুক লাইভ নিয়েই এখন নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা৷ শুধু সোমলতাই নন, অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তিরও দাবি জানিয়েছেন নেটিজেনরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement