সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম দিনই ঘটনাটি ঘটেছে। প্রকাশ্যে এল মঙ্গলবার। মা হলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। বছরের প্রথম দিনই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে, জানালেন মুম্বইয়ের সূরিয়া হাসপাতালের ডিরেক্টর (পেডিয়াট্রিকস) ভূপেন্দ্র অবস্থি।
[এই বছরই কি বিয়েটা সেরে ফেলছেন বরুণ ধাওয়ান?]
গত বছর আচমকাই নিজের ৩৪তম জন্মদিনে বলিউডের জনপ্রিয় গায়িকা ঘোষণা করেন মা হতে চলেছেন তিনি। পাঁচ মাসের গর্ভবতী। এরপরই চটজলদি হাতের কাজগুলি শেষ করে নেন সুনিধি। তারপর একেবারে লোকচক্ষুর আড়ালেই চলে গিয়েছিলেন তিনি। নতুন বছরের প্রথম দিনই তাঁর অপেক্ষার অবসান হয়। জানা গিয়েছে, বিকেল ৫টা বেজে ২০ মিনিটে সন্তানের জন্ম দিয়েছেন সুনিধি। আর নতুন বছরের প্রথম দিনেই পেয়ে গিয়েছেন জীবনের সেরা উপহারটি।
[প্রকাশ্যে এল ‘কবীর’-এর নয়া ঝলক, দেখুন ভিডিও]
মাত্র চার বছর বয়স থেকে সংগীতশিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সুনিধি। দিল্লিতে পরিবারের সঙ্গে থাকতেন। গানের জন্যই ছেড়েছিলেন স্কুলের পড়াশোনা। এমনকী কাজ ছেড়েছিলেন তাঁর বাবাও। মেয়েকে নিয়ে মুম্বই চলে এসেছিলেন দুষ্মন্ত কুমার চৌহান। সেখানে সুনিধিকে প্রথম আবিষ্কার করেন অভিনেত্রী তবসুম। প্রথমে বেশ স্ট্রাগল করতে হয়েছিল সুনিধির পরিবারকে। কিন্তু ধীরে ধীরে সুনিধির গান পরিচিতি পায়। অল্প বয়সেই মুম্বইয়ের প্লেব্যাক জগতের ভরসা হয়ে ওঠে সুনিধির বলিষ্ঠ কন্ঠ। মাত্র আঠেরো বছর বয়সেই পরিচালক-কোরিওগ্রাফার ববি খানকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন সুনিধি। তবে সে বিয়ে একবছরের বেশি টেকেনি। বিচ্ছেদের সময় অভিনেতা-গায়ক অন্নু কাপুরের বাড়িতে ছিলেন তিনি। পরে পরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়। ২০১২ সালে সংগীত পরিচালক হীতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। খুব সাধারণভাবেই বন্ধু-আত্মীয়দের নিয়ে হয়েছিল সে অনুষ্ঠান। এবারও লো প্রোফাইল মেনটেন করলেন গায়িকা। তবে একদিন বাদে হলেও প্রকাশ্যে এল খুশির খবর।
[হিরো থেকে ‘জিরো’ হলেন শাহরুখ, দেখুন তার প্রথম ঝলক]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.