Advertisement
Advertisement

Breaking News

বদলা নিতেই ধনুশদের অন্তরঙ্গ ছবি ফাঁস করেছেন গায়িকা?

বদলা নিতেই এ কাজ করলেন গায়িকা?

Singer Suchitra Karthik LEAKS intimate pictures of Dhanush, Hansika and Trisha on Twitter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2017 10:48 am
  • Updated:March 5, 2017 10:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী স্টার ধনুশের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুধু ধনুশ একা নন, হংসিকা-ত্রিশার মতো তারকাদেরও একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা গিয়েছিল গায়িকা সুচিত্রা কার্তিকের টুইটারে। কিন্তু কেন এভাবে তারকাদের ছবি সামনে আনলেন গায়িকা?

2-mos_030317050728

Advertisement

জানেন, কেন শেভিং রেজর হাতে ছবি দিচ্ছেন অভিনেত্রীরা?

জানা যাচ্ছে, ধনুশের সঙ্গে কিছুদিন আগে ঝামেলায় জড়িয়েছিলেন গায়িকা। সপ্তাহখানেক আগে সে ঘটনার কথা জানিয়েছিলেন তিনি। ধনুশের টিমের লোকেরা তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন বলেই অভিযোগ ছিল তাঁর। আর ঠিক তারপরই ধনুশ-সহ একাধিক তারকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখা গেল তাঁর টুইটার প্রোফাইলে।

4-mos_030317050728

জানেন, কার জন্য সিঁথিতে সিঁদুর পরেন রেখা?

তবে কি বদলা নিতেই এ কাজ করলেন গায়িকা? সে প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন সুচিত্রা। জানিয়েছেন, কেউ তাঁর প্রোফাইল হ্যাক করেছিল। হ্যাকারই করেছে এ কাজ। কিন্তু হ্যাকার প্রোফাইলের দখল নিলেও, অন্তরঙ্গ ছবিগুলো কোথা থেকে এল, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

3-mos_030317050728

যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement