Advertisement
Advertisement

Breaking News

Sharda Sinha

ভেন্টিলেশনে সঙ্গীতশিল্পী সারদা সিনহা, গায়িকার চিকিৎসায় সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

২০১৮ সালে সঙ্গীত মহলে তাঁর অবদানের জন্য সারদা সিনহাকে পদ্মভূষণে ভূষিত করা হয় ।

Singer Sharda Sinha on ventilator: PM Modi assures help for treatment
Published by: Akash Misra
  • Posted:November 5, 2024 2:32 pm
  • Updated:November 5, 2024 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহা। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। জানা গিয়েছে, বহুদিন ধরেই এক ধরনের ব্লাড ক্যানসারে ভুগছেন শিল্পী। দিল্লি এইমসে ভর্তি রয়েছেন তিনি।

কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। সেই গুজবে ইতি টানতেই সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন শিল্পীর ছেলে অংশুমান সিনহা। ফেসবুক লাইভে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। এবং তাঁর মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন।

Advertisement

অন্যদিকে, দিল্লি এইমসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,শিল্পীর রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল ৷ ডাক্তারদের কড়া নজরে রয়েছেন শিল্পী।

শিল্পী সারদা সিনহার বয়স ৭২ বছর। ২০১৮ সাল থেকে মাল্টিপল মায়লোমায় আক্রান্ত তিনি। সঙ্গীতশিল্পী হিসেবে কেরিয়ারের শুরু থেকেই সারদা লোকসঙ্গীতকেই বেছে নেন। ভোজপুরি, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতের প্রসারের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন । এমনকী, বলিউড ছবিতেও গান গেয়েছেন সারদা। সলমন খান ও মাধুরী দীক্ষিতের ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে ‘বাবুল’ গানটি গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সারদা। ২০১৮ সালে সঙ্গীত মহলে তাঁর অবদানের জন্য সারদা সিনহাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement