Advertisement
Advertisement

Breaking News

উৎসবের শহরে অতিথি পাপন, সুরে গা ভাসাতে তৈরি তিলোত্তমা

আজ সন্ধেয় ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবে অনুষ্ঠান৷

Singer Papon to perform in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:November 14, 2018 4:02 pm
  • Updated:November 14, 2018 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিলোত্তমা মানেই উৎসব৷ গান বরাবরই অক্সিজেন জোগায় কল্লোলিনীকে৷ শহর কাঁপাতে আসছেন অসমিয়া তারকা পাপন৷ উৎসবের আনন্দ কখনই ক্লান্ত করতে পারে না হুজুগে বাঙালিকে৷  তাই তো চলচ্চিত্র উৎসবের মাঝেও পাপনের গানে মেতার ওঠার জন্য উদগ্রীব উৎসুক শ্রোতারা৷

[ইতালিতেই কেন গাঁটছড়া বাঁধছেন রণবীর-দীপিকা? এই ১০টি কারণই নেপথ্যে]

অসমের অনুরাগ মহন্ত৷ গানের জাদুতে মন কাড়েন সকলের৷ হয়ে ওঠেন পাপন৷ একের পর এক জনপ্রিয় গান মন ছুঁয়েছে সংগীত প্রেমীদের৷ অনুরাগীর সংখ্যা ক্রমশই বাড়ছে৷ জনপ্রিয়তার গ্রাফও বেশ ঊর্ধ্বমুখী৷ সংগীতের ঘরানার পরিবর্তন করাই লক্ষ্য পাপনের৷  অসমিয়া তারকাই বুধবার কাঁপাতে আসছেন কলকাতা৷ এদিন সন্ধেয় ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবে অনুষ্ঠান রয়েছে পাপনের৷ এই অনুষ্ঠানে একটি গান প্রকাশ করার কথা তাঁর৷ অসমের বিখ্যাত সুরকার মানস মহন্ত লিখেছেন গানটি৷ নীলোৎপল বেরার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গানটি তৈরি করেছেন পাপন৷ শিল্পীর দাবি, একটি শিশু যেমন ছোট থেকে ধীরে ধীরে নানা পরিবর্তনের মাধ্যমে বড় হয়ে ওঠে৷ তেমনই বদল ঘটছে ভারতীয় সংগীতের ভাবনারও৷ তাই শিশুদিবসের অনুষ্ঠানেই গান প্রকাশের ভাবনা তাঁর৷ পাপনের ‘মোহ মোহ কে ধাগে’ আজও গুনগুনিয়ে গেয়ে ওঠেন অনেকেই৷ নতুন এই গানও সকলের মন ছুঁয়ে যাবে বলেই আশা পাপনের৷

Advertisement

[চুম্বন কাণ্ডে আরও বিপাকে, পাপনের সঙ্গে চুক্তি বাতিল জনপ্রিয় বিনোদন সংস্থার]

গানের ছোঁয়ায় পাপন যেমন মন জয় করেছেন, তেমনই আবার বিতর্কেও জড়িয়েছেন৷ পাপনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, রিয়ালিটি শো চলাকালীন এক নাবালিকা প্রতিযোগীকে চুম্বন করেন তিনি৷ এই অভিযোগে থানায় এফআইআর দায়েরও হয়৷ পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ৷  বিতর্কের জল গড়ায় শিশু সুরক্ষা কমিশনেও৷ চুম্বন বিতর্কের জেরে রিয়ালিটি শো-ই শেষ পর্যন্ত ছাড়তে হয়েছিল পাপনকে৷ তাঁর আস্থা ছিল বিচারব্যবস্থার উপর৷ পরে যদিও নাবালিকা প্রতিযোগীই পাপনের পাশে দাঁড়ায়৷ স্বস্তি পান পাপন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement