Advertisement
Advertisement

Breaking News

Papon

হাসপাতালের বিছানায় শুয়ে আবেগঘন পোস্ট পাপনের, কী হয়েছে গায়কের?

ছেলের পুহবের সঙ্গে সেলফি পোস্ট করেছেন পাপন।

Singer Papon Hospitalised, Shares Photo From Hospital Bed With Son| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 13, 2023 11:53 am
  • Updated:May 13, 2023 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভরতি জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি রয়েছেন গায়ক। তবে ঠিক কী হয়েছে পাপনের তা অবশ্য জানা যায়নি।

হাসপাতালের বিছানা থেকেই টুইটে নিজের ছেলের সঙ্গে ছবি টুইট করে পাপন লেখেন, ‘‘এ ধরনের ছোটোখাটো লড়াইয়ে আমরা একাই যুঝি। ব্যক্তিগত ভাবে এ ধরনের ঘটনা সমাজমাধ্যমে শেয়ার করি না। তবে বৃহস্পতিবার রাতটা আলাদা ছিল। এই প্রথম আমার ১৩ বছরের ছোট্ট ছেলে পুহর হাসপাতালে সারা রাত কাটিয়েছে। এই অনুভবটা লেখা যায় না।’’

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন ও বর্তমানের হৃদয়ের ধর্মযুদ্ধ! ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলারে নজর কাড়লেন চুর্ণী-কৌশিক-জয়া]

পাপন এই টুইটে আরও লেখেন, ”ছেলে আমার সঙ্গে হাসপাতালে রাত কাটাচ্ছে এই অনুভব বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে শেয়ার করতে চাই। মনে পড়ে, মা-বাবার জন্য আমিও এমনটা করতাম। তাঁদের নাতি পুহর যে সেই একই কাজ করছে, এটা যদি দেখতেন তাঁরা!”

[আরও পড়ুন: বাংলাদেশেও ‘পাঠান’ ঝড়, প্রথম দিনেই ৪১ টি সিনেমা হলে হাউজফুল শাহরুখের ব্লকবাস্টার ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement