সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দাদা ‘পপ স্টার’ মাইকেল জ্যাকশন৷ যাঁর নাচের জাদুতে মোহিত গোটা বিশ্ব৷ আন্তর্জাতিক মহলে চর্চিত গায়িকা তিনি নিজেও৷ দাদার যোগ্য বোন হিসাবে নিজের ছাপ রেখেছেন জেনেট জ্যাকশন৷ বিভিন্ন সময়, বিশ্বজোড়া অনুরাগীদের থেকে বহু উপহার পেয়েছেন তিনি৷ অসংখ্য উপহারের মধ্য থেকে একটা উপহারকে স্মরণে রাখা অবশ্যই কষ্টকর বিষয়৷ কিন্তু তেমনটাই করেছেন জেনেট৷ তার অবশ্য কারণ আছে। এক অনুগামীর একটি উপহারটি তিনি সেরা হিসাবে বেছে নিয়েছেন। তা শুনে অনেকেই অবাক৷ আবার অনেকে বলছেন, উপহারটি এমন উদ্ভট যে, তা স্মরণে থাকতে বাধ্য৷
[কর্কট-লড়াইয়ে জয়, ফের রূপোলি পর্দায় ফিরছেন ইরফান]
সম্প্রতি একটি মার্কিন টেলিভিশন শোয়ে যোগ দেন জেনেট জ্যাকশন৷ সেখানেই জানতে চাওয়া হয়, অনুগামীদের থেকে পাওয়া তাঁর স্মরণীয় উপহারগুলি সম্পর্কে৷ প্রথমে কিছুটা ভাবার সময় নেন জেনেট৷ তারপর ভাগ করে নেন নিজের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা৷ জানান, একবার এক অনুগামী তাঁকে উপহার হিসাবে পাঠান জার ভরতি সিমেন ও তাঁর পুরুষাঙ্গের ছবি৷ গায়িকা বলেন প্রথমে কিছুটা অপ্রস্তুত বোধ বোধ করলেও, পরে বিষয়টির আসল কারণ উদঘাটন করতে পারেন তিনি৷ জেনেট জ্যাকশন জানান, বাস্তবে ওই অনুরাগী তাঁর সন্তানের বাবা হতে চেয়েছিলেন৷ সেই ইচ্ছাই এই ভাবে প্রকাশ করেছেন তিনি৷
[শ্বেতার মেয়েকেই অফার করা হয়েছিল ‘কসৌটি জিন্দেগি কি ২’-এর প্রেরণার চরিত্র]
বর্তমানে এক সন্তানের মা জেনেট৷ নিজের মাতৃত্বকালীন অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গিয়েছেন তিনি৷ জানিয়েছেন, ছেলের আওয়াজ শুনে, তাকে স্পর্শ করে, তাকে হাঁসতে দেখে এক অদ্ভুত অনুভূতি জাগে তাঁর মনে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.