Advertisement
Advertisement

টুইটে মহিলা সাংবাদিককে হেনস্তায় গ্রেফতারই হয়েছিলেন অভিজিৎ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সাংবাদিককে উদ্দেশ্য করে কুরুচিকর টুইট করার জেরে গ্রেফতার হযেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য৷ পরে জামিনে মুক্তি পান তিনি৷ গত ২৬ জুলাই তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷ শুক্রবার মুম্বই পুলিশের তরফে তাঁর গ্রেফতারির খবর নিশ্চিত করা হয়েছে৷আরও পড়ুন:‘দ্য সবরমতী রিপোর্ট-এ সত্যের উন্মোচন হল’, মোদির প্রশংসায় উচ্ছ্বসিত একতা কাপুরমারকাটারি অ্যাকশন, ‘পুষ্পা দ্য রুল’-এর রোমহর্ষক ট্রেলারে দুরন্ত […]

Singer Abhijeet was arrested for abusive tweet, says Mubai Police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 12:10 pm
  • Updated:September 8, 2020 2:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সাংবাদিককে উদ্দেশ্য করে কুরুচিকর টুইট করার জেরে গ্রেফতার হযেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য৷ পরে জামিনে মুক্তি পান তিনি৷ গত ২৬ জুলাই তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷ শুক্রবার মুম্বই পুলিশের তরফে তাঁর গ্রেফতারির খবর নিশ্চিত করা হয়েছে৷

টুইটে অশালীন মন্তব্য করার কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই বাঙালি গায়ক৷ কিছুদিন আগে এক ইনফোসিস কর্মীর খুন হওয়া নিয়ে কথা বলতে গিয়ে মহিলা সাংবাদিক স্বাতী চতুর্বেদীর সঙ্গে টুইটেই বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি৷ সেখানেই স্বাতীকে অশালীন ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে|  রুচিহীন টুইট করার কারণে মুম্বই পুলিশের সাইবার সেলে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন আম আদমি পার্টির সদস্য প্রীতি শর্মা মেনন৷ ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় গৃহীত হয় অভিযোগ৷ তার ভিত্তিতেই গত জুলাইয়ে গ্রেফতার করা হয় অভিজিৎকে৷ শুক্রবার টুইট করেই এ দাবি করেন প্রীতি মেনন৷ মুম্বই পুলিশের সাইবার সেলের ডিসিপি শচীন পালিত এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, অনলাইনে হেনস্তা করার জন্যই ছিল এই গ্রেফতারি৷ তবে জামিনযোগ্য অপরাধ হওয়ায় কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি৷ তাঁর ছেলে তাঁকে জামিনে মুক্ত করেন বলে জানা গিয়েছে৷ এ কাজের জন্য মুম্বই পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ওই মহিলা সাংবাদিক৷ আপের সদস্যও জানিয়েছেন, এই ঘটনা অভিজিতের কাছে একটি শিক্ষা হয়ে থাকল৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement