সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবত’ ছবির অসাধারণ সাফল্যের পর আদ্যোপান্ত কমার্শিয়াল ছবি খুঁজছিলেন রণবীর সিং। তাই রোহিত শেট্টির ‘সিম্বা’ ছবিতে সই করেছিলেন তিনি। আগের ছবিটির সঙ্গে এর ফারাক বিস্তর। তাই নতুন করে নিজেকে গড়েছিলেন রণবীর। আর সেই কাজে যে তিনি ষোলোআনা সফল, ‘সিম্বা’ ছবির ট্রেলারেই রয়েছে তার প্রমাণ।
মুক্তি পেয়েছে ‘সিম্বা’ ছবির ট্রেলার। যার শুরুতেই রয়েছে চমক। অজয় দেবগন রয়েছেন ‘সিম্বা’য়। রয়েছে ‘সিংঘম’-এর সূত্রও। গল্পের শুরু অজয় দেবগনের চরিত্র সিংঘম থেকেই।
[ বিয়ের পিঁড়িতে বসেই নেটদুনিয়ার রোষের মুখে প্রিয়াঙ্কা, কিন্তু কেন? ]
শিবগড় থানার দায়িত্ব পেয়েছে সিংঘম। যেখানে তাঁর মতো পুলিশ অফিসার রয়েছেন, সেখানে অপরাধীরা যে ভয়ে সর্বক্ষণ সিঁটিয়ে থাকবে, তা স্বাভাবিক। এমন এক পরিস্থিতে অনেক ছেলেই বড় হয়ে সিংঘমের মতো অফিসার হওয়ার স্বপ্ন দেখবে। সিম্বাও ব্যতিক্রম নয়। পুলিশ অফিসার হতে গেলে যেভাবে এগোনো উচিত, সে সেভাবেই এগিয়েছে। পুলিশের উর্দিও উঠেছে তার গায়ে। কিন্তু সিংঘমের মতো সৎ সে হতে পারেনি। কিন্তু এর জন্য তার স্পষ্ট যুক্তি রয়েছে। তার কথায়, পুলিশ সে হয়েছে টাকা উপার্জনের জন্য। সে যে রাস্তাতেই হোক না কেন, সিম্বা পিছু হটে না। কিন্তু এর মধ্যে শহরে ধর্ষণের ঘটনা ঘটে যায়। তার থেকেও বড় কথা, যার টাকায় এতদিন লালিত-পালিত হত সিম্বা, অপরাধ জগতের সেই মাথার দুই ভাই ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত। এতদিন টাকা খেয়েছে, তাই সিম্বাও কিছু বলতে পারে না। কিন্তু তাই বলে সে চুপ করে বসে থাকার পাত্র নয়। এক্ষেত্রে সিংঘমই তার আদর্শ। তাই শেষ পর্যন্ত সৎপথে হাঁটারই সিদ্ধান্ত নেয় সিম্বা।
এককথায় এ ছবিকে সিংঘম ছবির তৃতীয় পার্ট বলা যেতেই পারে। ছবিতে সিম্বার চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর বিপরীতে রয়েছেন সারা আলি খান। ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেট্টি। ২৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘সিম্বা’। আপাতত দেখে নিন ট্রেলারটি।
[ ‘বিসর্জন’-এর পর কী হল পদ্মা-নাসিরের? দেখাবে ‘বিজয়া’ ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.