সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশোকনগর নাট্যমুখ সদ্য পঁচিশে পা দিয়েছে। রজতজয়ন্তী বর্ষ পালনের বিবিধ উদ্যোগ নিয়েছে এই নাট্যদল। তার অন্যতম—অশোক নগর নাট্যমুখের নিজস্ব শিল্প উৎকর্ষকেন্দ্র ‘অমল আলো’ য় আগামী ২৭ এপ্রিল, রবিবার বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে ‘বাংলা থিয়েটারের অভিমুখ’ শিরোনামে নিয়মিত থিয়েটারের আসর।
অশোকনগর নাট্যমুখ মানেই নাট্য়কর-নির্দেশক-অভিনেতা অভি চক্রবর্তী। তিনি জানিয়েছেন, “বছরভর নিজের দল ছাড়াও অন্য দলের জন্য নাটক নির্দেশনা, লেখা, মঞ্চ-আলো-আবহের কাজ করে থাকি। সেই সব কাজ একত্র করেই এই নিয়মিত নাট্যচর্চা তথা নাট্যপরিবেশনার আসর বসতে চলেছে।”
অতএব, অশোকনগর নাট্যমুখের ‘ভেমুলার রামায়ণ’, ‘নালক’, ‘হাউ মাচ ইজ ইওর আয়রণ’, ‘বহে বিনোদিনী’, ‘আবার বাঞ্ছা’ যেমন থাকবে, তেমনই কসবা অর্ঘ, গয়েশপুর সংলাপ, বারাসত কাল্পিক, টেন্থ প্ল্যানেট, গুজব, বাদপুর আগামী, মহেশতলা অন্বেষক, আসানসোল চর্যাপদ, দমদম ব্রাত্যজন, ইন্দ্ররঙ্গ-সহ আরও বেশ কিছু দলের নাটক থাকছে রবিবার থেকে শুরু হওয়া উৎসবে। অভি জানিয়েছেন, প্রতিটি নাটকের সঙ্গেই কোনও না কোনও ভাবে তাঁর সংযুক্তি রয়েছে। হয় পরিচালক হিসেবে, নয় নাটককার হিসাবে অথবা দৃশ্যকল্পের সঙ্গতকার হিসাবে।
২০১৬ সালে ‘ছয় অভিনয়’ শিরোনামে অভিনব আয়োজন করেছিল অশোকনগর নাট্যমুখ। যেখানে অভি পরিচালিত ছ’টি নাটক তিনদিনে মঞ্চস্থ হয়েছিল শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এবার উৎসবে নাটক প্রদর্শনের পাশাপাশি থাকবে অভি চক্রবর্তী লিখিত উপন্যাস, নাটক এবং গদ্য, পদ্য ও প্রবন্ধগ্রন্থ সংকলনের প্রদর্শনী। বই সংগ্রহও করা যাবে। প্রকাশিত হবে নানান গুণি নাট্যজনের সমন্বয়ে উদ্দালক ভট্টাচার্যের সম্পাদনায় নাট্যমুখের একটি বিশেষ গ্রন্থ। বইটির প্রকাশক সৃষ্টিসুখ। অতএব, ২৫ বছরে অশোকনগরের ‘অমল আলো’য় বছরভর হৈচৈ করতে প্রস্তুত অশোকনগর নাট্যমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.