Advertisement
Advertisement

শীতের শুরুতেই শহরে শ্রেয়া, ‘পুজোওয়ালাদের গানপুজো’ ঘিরে উন্মাদনা তুঙ্গে

এই অনুষ্ঠানের ডিজিটাল পার্টনার sangbadpratidin.in।

Shreya Ghoshal to sing in Kolkata
Published by: Sulaya Singha
  • Posted:December 8, 2018 8:23 pm
  • Updated:December 8, 2018 8:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমি যে তোমার, শুধু যে তোমার।’ শীতের শুরুতেই তিলোত্তমাকে এ কথা বলতেই নিজের শহরে হাজির হচ্ছেন শ্রেয়া ঘোষাল। যাঁর সুরেলা স্বরে ভাসতে প্রস্তুত সংগীতপ্রেমীরা।

কলকাতায় ফের তাঁর একক অনুষ্ঠান, শহরের আনাচে-কানাচে এ খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনার পারদ চড়তে থাকে। রবিবারের একটা সন্ধে প্রিয় সংগীত শিল্পীর গান দিয়ে মুখরিত হবে, এর চেয়ে বেশি পাওনা আর কী-ই বা থাকতে পারে তাঁর অনুরাগীদের। তাই তো শ্রেয়ার অনুষ্ঠানের টিকিটের চাহিদা ছিল আকাশছোঁয়া। ১০০০, ৭৫০, ৫০০ টাকার টিকিট তো বটেই, ৫০০০ ও ২০০০ টাকার টিকিটও চোখের নিমেষে শেষ। বাড়ি বসে অনলাইনেই টিকিট বুক করার সুযোগ পেয়েছেন সংগীতপ্রেমীরা। এখনও যদি অনুষ্ঠানে হাজির হওয়ার ইচ্ছা থাকে, তবে bookmyshow.com-এ একবার ঢুঁ মারতে পারেন।

Advertisement

[যৌন তৃপ্তি দিতে বাজারে এল রাখির আদলের ‘সিলিকন ডল’!]

প্রতি বছরই পুজোর পরে ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে পুজোওয়ালাদের গানপুজোর অনুষ্ঠান জমিয়ে তোলেন নামজাদা শিল্পীরা। পুজোওয়ালাদের গানপুজো আদতে কলকাতার দুর্গাপুজোর আয়োজকদের ফোরামের বাৎসরিক সংগীতানুষ্ঠান। যেখানে বিভিন্ন পুজোর উদ্যোক্তাদের পুরস্কৃত করার পাশাপাশি গানে গানে জমজমাট হয়ে ওঠে পরিবেশ। আর তারই অষ্টম এপিসোড আগামিকাল। রবিবার সন্ধেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই মঞ্চ মাতাতে আসছেন শ্রেয়া ঘোষাল। যে অনুষ্ঠানের ডিজিটাল পার্টনার sangbadpratidin.in।

ফোরাম ফর দুর্গোৎসবের যুগ্ম সম্পাদক শাশ্বত বসু বলেন, “গত আট বছর ধরে শহরে এমন সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছি আমরা। এর আগে রূপংকর, সোমলতা, বাংলা ব্যান্ড ভূমি, ব্যান্ডেজ, কুনাল গাঞ্জাওয়ালার মতো শিল্পীরা স্টেজ কাঁপিয়েছেন। এবার আসছেন ঘরের মেয়ে শ্রেয়া। যে হারে টিকিট বিক্রি হয়েছে, তাতে আমরা নিশ্চিত রবিবার কানায় কানায় ভরে উঠবে স্টেডিয়াম। দর্শকদের উত্তেজনাই আমাদের এধরনের অনুষ্ঠান আয়োজনে উৎসাহ দেয়।” আরেক কর্মকর্তা অমিতাভ রায় জানান, আগামী বছর বলিউড কাঁপানো তারকা শিল্পী অরিজিৎ সিংকে আনার ভাবনাচিন্তাও রয়েছে তাঁদের।

[হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ, ‘কেদারনাথ’ নিষিদ্ধ উত্তরাখণ্ডে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement