Advertisement
Advertisement

Breaking News

দাউদের বোনের চরিত্রে প্রথম ঝলকেই চমকে দিলেন শ্রদ্ধা

দেখুন শ্রদ্ধার সাহসী অবতার৷

Shraddha Kapoor starrer ‘Haseena’ first look released
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 7, 2017 8:19 am
  • Updated:February 7, 2017 8:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত ঘরোয়া মেয়ে কিংবা মিষ্টি প্রেমিকা৷ এতদিন এই অবতারেই দেখা গিয়েছে তাঁকে৷ কিন্তু এবার সবার ঘুম কেড়ে নিতে চলেছেন শ্রদ্ধা কাপুর৷ এক ঝটকায় নিজের গার্ল-নেক্সট ডোর ইমেজ ছেড়ে বেরিয়ে আসতে চলেছেন নায়িকা৷ মুম্বইয়ের অন্ধকার জগতের অন্যতম সম্রাজ্ঞী হাসিনা পার্কার হিসেবে দেখা যাবে তাঁকে৷ ছবির প্রথম পোস্টারেই বাজিমাত করেছেন নায়িকা৷

লক্ষ্মী আরাধনায় মাইলি সাইরাস, অবাক নেটদুনিয়া

Advertisement

‘হাসিনা আপা’ নামেই মুম্বইবাসী চেনে হাসিনাকে৷ সম্পর্কে দাউদ ইব্রাহিমের বোন হয় এই মহিলা৷ শোনা যায়, স্বামীর মৃত্যুর পর মুম্বইয়ে দাউদের রাজত্বের বেশিরভাগ অংশ সামলাত সে৷ একাধিক হাওয়ালা-চক্রে জড়িত এই মহিলার নাম৷ মধ্যপ্রাচ্যের সঙ্গে দাউদের অন্ধকার জগতের লেনদেনও নাকি হাসিনাই সামলাত৷ এমনকী, বলিউডের বিদেশে ব্যবসাও তার নির্দেশেই নিয়ন্ত্রিত হত৷ মুম্বইয়ের কেবল অপারেটররাও নাকি তার নির্দেশ অনুযায়ী কাজ করতেন৷

মানুষ নয়, এবার অশরীরী অবতারে ঘুম কাড়বেন অনুষ্কা!

বাবা শক্তি কাপুর বেশিরভাগ সময় নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও নিজের স্বল্প সময়ের কেরিয়ারে এতদিন সেই পথে এতদিন পা বাড়াননি শ্রদ্ধা৷ কিন্তু এবার নেগেটিভ শেডেই বলিউডে নিজের মাটি ফিরে পেতে চলেছেন নায়িকা, অভিমত বিশেষজ্ঞদের৷

সেলেবদের এই ‘অদ্ভুত’ অভ্যাসগুলি জানলে অবাক হবেন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement