Advertisement
Advertisement

নয়া প্রযোজক নিয়ে আগস্টেই শুরু হচ্ছে অরিন্দমের ‘অনুপ্রবেশ’-এর শুটিং

ব্যোমকেশের গণ্ডী থেকে বেরিয়ে জীবনের কথা বলতে আসছে আবির-অরিন্দম জুটি৷

Shooting of Arindam Sil’s Anuprobesh to commence from August
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2017 12:12 pm
  • Updated:August 9, 2019 12:53 pm  

সুপর্ণা মজুমদার: পাল্টে গিয়েছে প্রযোজক৷ তবে ছবি থেমে থাকবে না৷ ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনাতেই অাগস্ট মাসেই শুরু হবে পরিচালক অরিন্দম শীলের ‘অনুপ্রবেশ’-এর শুটিং৷ জানিয়ে দিলেন পরিচালক নিজে৷

[ক্যামেরাম্যানের পায়ের উপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ির চাকা]

Advertisement

ভৌগলিক সীমারেখা হামেশা তফাত গড়ে দেয় মানুষের জীবনে৷ এমনই এক জীবনকে উপন্যাসের পাতা থেকে সিনেমার পর্দায় তুলে আনবেন বলে ঠিক করেছিলেন পরিচালক অরিন্দম শীল৷ যৌথভাবে প্রযোজনার দায়িত্বে ছিল ভারতের বেঙ্গল সম্ভার এবং বাংলাদেশের বেঙ্গল গ্রুপ৷ কিন্তু হঠাৎ পিছিয়ে যায় বেঙ্গল গ্রুপ৷ কেন? প্রশ্নের উত্তরে শোনা যাচ্ছে নানা গুঞ্জন৷ অনেকেই বলছেন এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ৷ ভারত-বাংলাদেশের সীমান্তে প্রবেশ-অনুপ্রবেশের সাম্প্রতিক টানাপোড়েনও এর জন্য দায়ী হতে পারে মনে করা হচ্ছে৷

[কতটা পথ পেরলে তবে ‘সুমন’ হওয়া যায়?]

তবে কারণ যাই হোক, অতীত ভুলে ফের সামনের পথ ধরেছে টিম অনুপ্রবেশ৷ বাংলাদেশ থেকেই এগিয়ে এসেছে নতুন প্রযোজনা সংস্থা৷ তাই ‘দুর্গা সহায়’ পর্ব শেষ করেই নতুন ছবির কাজ পুরদমে শুরু করে দিচ্ছে অরিন্দম শীল অ্যান্ড কোম্পানি৷ চলতি বছরের আগস্টেই শুরু হচ্ছে শুটিং৷ ফ্লোরে নেমে পড়ছেন আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ঋতাভরী চক্রবর্তীরা৷ তাঁদের সঙ্গ দিতে চলেছেন ওপার বাংলার চার অন্যতম সেরা নায়িকা পরি মণি, নুসরত ইমরোজ শিখা, ওপি করিম ও কুসুম শিকদার৷ দুই বাংলার এই তারকা সমাহার নিয়েই বড় পর্দায় সমরেশ মজুমদারের কাহিনিকে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক৷

[ট্রেলারেই বাজিমাত করল ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement