Advertisement
Advertisement

Breaking News

কল্পনা ও বাস্তবের হেঁয়ালি নিয়ে নেটে ভাইরাল ‘কৃতি’

১৮ মিনিটের সাইকোলোজিকাল থ্রিলারে পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা৷

Shirish Kunder’s Kriti keeps you glued to your seat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2016 2:52 pm
  • Updated:June 23, 2016 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কল্পনাই বাস্তব নাকি বাস্তবটাই মনের কল্পনা? শিরিষ কুন্দরের প্রথম শর্ট ফিল্ম ‘কৃতি’ দেখলে এই প্রশ্নই খালি ঘুরপাক খাবে দর্শকের মনের অন্দরে৷ শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের চোখ আঠার মতো আটকে থাকবে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে৷

১৮ মিনিটের সাইকোলোজিকাল থ্রিলারে পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা৷ প্রতি মুহূর্তে চমকে দেবে রহস্যের জালে মোড়া মনোজ বাজপেয়ীর অভিনয়৷ বোল্ড অবতারে অহল্যা-তেও সাড়া ফেলেছিলেন৷ কিন্তু, ‘কৃতি’-তে সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন রাধিকা আপ্তে৷ নেহা শর্মার অভিনয়ও চোখে পড়ার মতো৷

Advertisement

তবে, ছবির আসল হিরো পরিচালক শিরিষ কুন্দর৷ তাঁর শেষ পূর্ণ দৈর্ঘের ছবি ‘জোকার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর প্রচুর সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাঁকে৷ তারপরে বহু বছর আর ক্যামেরার নেপথ্যে আসেননি শিরিষ৷ এতদিন বাদে স্বল্প দৈর্ঘের ছবি নিয়ে এলেও, তা বলিউডের এই পরিচালকের কাছে বেশ বড় মাপের সাফল্য হতে চলেছে৷ ২২ জুন ইউটিউবে মুক্তি পেয়েছে ‘কৃতি’৷ এর মধ্যেই প্রায় ৫ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় প্রত্যেকেই এই একই মত পোষণ করবেন বলে আশা করা যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement