Advertisement
Advertisement

Breaking News

এবার ‘বেলাশুরু’, ঘোষণা শিবপ্রসাদ-নন্দিতার

‘বেলাশুরু’-তে থাকছেন কারা?

Shibaprasad-Nandita announces their new film
Published by: Sayani Sen
  • Posted:October 24, 2018 8:22 pm
  • Updated:October 24, 2018 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেলাশেষ’-এর পর এবার ‘বেলাশুরু’। শিবপ্রসাদ-নন্দিতার ‘বেলাশুরু’। নতুন সিনেমার নাম ঘোষণা করলেন এই পরিচালক জুটি৷ আগামী ৩০ নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে৷ বুধবার প্রকাশিত হল ছবির ফার্স্ট লুক৷

[নায়িকা বদল? কোয়েলের বদলে দেবের সঙ্গে দেখা যাবে অন্য কাউকে]

দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে। মনখারাপ আপামর বাঙালির৷ এই বিষাদের মাঝেই এল সুখবর৷ পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘বেলাশুরু’-এর কাজ শুরু করার ঘোষণা করলেন। শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘বেলাশেষে’ দর্শকদের মন কেড়ে নিয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখার জুটিতে মন ভরে গিয়েছিল আপামর দর্শকের। সেই পুরো পরিবারকেই তাই ফের ফিরিয়ে আনছেন পরিচালক জুটি। তবে তারা জানিয়েছেন এই সিনেমা ‘বেলাশেষে’-এর সিকুয়্যেল নয়। একেবারে আলাদা এর গ‌ল্প। শিবপ্রসাদ জানিয়েছেন, ‘কলকাতারই এক দম্পতির জীবনের ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমাটি।” আজকের দিনে যেখানে বিশ্বাস-ভরসা শব্দগুলো প্রায় মুছে যেতে বসেছে সেখানে দাঁড়িয়ে ভালোবাসার কথা শোনাবে এই সিনেমা। তিনি বলেন, ‘‘আগামী ৩০ নভেম্বর থেকে শুটিং শুরু করব আমরা। কলকাতা, শান্তিনিকেতন এবং বাংলাদেশে শুটিং হবে। নিখাদ প্রেমের গল্প নিয়ে এই সিনেমা।’’

Advertisement

[ইতিহাস এবার পর্দায়, ‘শতবর্ষের ইস্টবেঙ্গল’-এর পরিচালনায় গৌতম ঘোষ]

‘বেলাশেষে’ এখনও সকলের মন ছুঁয়ে রয়েছে৷ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের বড়পর্দার সম্পর্ক, সংসার, প্রেম, বন্ধুতা, ভাঙনকে ভালবেসেছিলেন দর্শকরা। সৌমিত্র এবং স্বাতীলেখার দাম্পত্য কাহিনি ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই সিনেমা বাণিজ্যিক সাফল্য পেয়েছিল ভালই৷ ‘বেলাশেষে’ সিনেমায় দেখতে পাওয়া সকলেই মোটামুটি থাকবেন ‘বেলাশুরু’ সিনেমায়৷ এই সিনেমায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, অপরাজিতা আঢ্য, শংকর চক্রবর্তী, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়। আসলে চরিত্রগুলোকে মানুষ এতটাই ভালোবেসে ফেলেছিলেন বলেই তাদের ফের দর্শকের সামনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত বলেও জানান শিবপ্রসাদ-নন্দিতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement