Advertisement
Advertisement

কে শক্তিমান, প্রথম ঝলকে মিলল না উত্তর

অপেক্ষার অবসান৷ মুক্তি পেল শক্তিমানের প্রথম ট্রেলার৷ দর্শকদের মনে কেমন ছাপ ফেলল এই জনপ্রিয় সিরিয়ালের প্রথম ঝলক? প্রথমত, জানিয়ে রাখা যাক, যে এই শক্তিমানে খোদ শক্তিমান আছের কি না তা স্পষ্ট হল না৷

Shaktimaan trailer launched
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2016 9:00 pm
  • Updated:June 25, 2016 9:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “অন্ধেরা কায়েম রহে…” সংলাপটা শুনতেই ছোটবেলার দিনগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে৷ ১১ বছরের অপেক্ষার পর ফের এই সংলাপে মুখর হবে বাড়ির ড্রয়িং রুম৷ স্কুল জীবনকে পিছনে ফেলে কালের সঙ্গে বেড়ে ওঠা যুবক-যুবতীদের ফের নস্ট্যালজিক হওয়ার পালা৷ দুষ্ট কিলবিশকে পরাস্ত করে, অন্ধকার দূর করে আবার মানবজাতিকে রক্ষা করতে আর্বিভূত হবেন তিনি৷ তিনি এদেশের প্রথম সুপারহিরো৷ শক্তিমান৷

শুক্রবার মুক্তি পেল ‘শক্তিমান’-এর প্রথম ট্রেলার৷ দর্শকদের মনে কেমন ছাপ ফেলল এই জনপ্রিয় সিরিয়ালের প্রথম ঝলক? প্রথমত, জানিয়ে রাখা যাক, যে এই ‘শক্তিমান’-এ খোদ শক্তিমান আছের কি না তা স্পষ্ট হল না৷ কথা ছিল দেখা মিলবে অরিজিনাল শক্তিমান মুকেশ খান্নার, কিন্তু সে আশা পূরণ হল না৷ শোনা গেল না, গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওঙ্কারনাথ শাস্ত্রীর নামও৷ তার বদলে নতুন এক অচেনা মুখের দেখা মিলল৷ দ্বিতীয়ত, ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত যাঁরা নিয়মিত শক্তিমান দেখতেন, তাঁদের কাছে এই শক্তিমান বেশ অচেনা৷ হলিউডের সুপারহিরোদের ছবিগুলোর অনেকটাই ছাপ রয়েছে ট্রেলারে৷ তবে গ্রাফিক্সকে খুব একটা উন্নত বলা যাবে না৷

Advertisement

তবে সুখবর এই যে, শক্তিমানের পোশাকটি মোটামুটি একইরকম আছে৷ কিন্তু প্রশ্ন হল, শক্তিমান কে? সিরিয়ালের প্রথম ঝলকে কিন্তু এর উত্তর পাওয়া গেল না৷ ক্লিক করে নিজেই ট্রেলারটি মন দিয়ে খুঁটিয়ে দেখে নিন৷ তারপর বিচার করে বলুন তো কেমন লাগল? ছোটবেলায় ফিরে যাচ্ছেন কি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement