Advertisement
Advertisement

Breaking News

শাহিদ পত্নীর বেবি বাম্পের ছবি ভাইরাল নেট দুনিয়ায়

শাহিদ-মীরার পরিবারে এখন নতুন অতিথির অপেক্ষা৷

Shahid Kapoor posts a photo on instagram with wife Meera and their would be child
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 4:58 pm
  • Updated:August 24, 2016 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে যখন চারদিকে কেবল সম্পর্ক ভাঙার গল্প, তখন এসব থেকে দূরে শাহিদ-মীরার প্রেমকাহিনীটা কিন্তু একটু হলেও স্বস্তি দেয়৷ যখন এক এক করে প্রেমের চেনা ছবিগুলো পাল্টাচ্ছে, তখন শাহিদ আর মীরার একসঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তে আর কিছু না করুক, কিছুক্ষণের জন্য মনভাল করে দিতে পারে৷ পুনরায় হয়তো আস্থা ফিরিয়ে দিতে পারে ভালবাসার প্রতি৷

বলি হ্যান্ডসাম শাহিদ গত বছরই বিয়ে করেছিলেন দিল্লির মীরা রাজপুতকে৷ সাক্ষাৎকারে শাহিদ জানিয়েছিলেন, নন-ফিল্মি পরিবার থেকে আসা মীরার সরলতাই নাকি মুগ্ধ করেছিল তাঁকে৷ আর বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিয়েছে দম্পতি৷ শাহিদ-মীরার পরিবারে এখন নতুন অতিথির অপেক্ষা৷

Advertisement

Untitled

আর সেই আনন্দেই বেশ কিছু ভাল মুহূর্ত কাটাচ্ছেন হবু মা-বাবা৷ সম্প্রতি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শাহিদ-মীরার এমনই এক মিষ্টি মুহূর্তের ছবি ভাইরাল হল৷ একটা মনভাল করে দেওয়া সেলফি৷ মীরার বেবি বাম্পের উপর মাথা রেখে আছেন শাহিদ৷ ঠিক যেমন করে হবু মা-র পেটের কাছে কান রেখে শিশুর গতিবিধি বুঝতে চেষ্টা করেন উৎসুক বাবারা, ঠিক তেমনভাবেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement