Advertisement
Advertisement

দীপাবলিতে জওয়ানদের কবিতা উৎসর্গ করলেন কিং খান

শুনে নিন কিং খানের সেই বার্তা৷

Shah Rukh Khan recites a beautiful poem for soldiers this Diwali
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 5:52 pm
  • Updated:October 31, 2016 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর উৎসবের দিনগুলিতে আমরা আনন্দ করি, পরিবারের সঙ্গে মিলে উৎযাপন করি বিশেষ দিনগুলি৷ কিন্তু আমাদের জওয়ানরা সীমান্তে পাহারায় থাকেন৷ আমাদের আনন্দগুলির মূল্য দেন তাঁরা৷ পরিবার পরিজনদের থেকে দূরে থেকে শত্রুদের আক্রমণের মোকাবিলা করেন৷

এবছর জওয়ানদের দিওয়ালির বিশেষ বার্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে৷ আর সেই ডাকে সাড়া দিতেই দিওয়ালিতে জওয়ানদের শুভেচ্ছা জানালেন বলিউডের বাদশা৷ দিওয়ালি উপলক্ষে জওয়ানদের বিশেষ বার্তা দিলেন শাহরুখ৷ উৎসবের দিনে জওয়ানদের জন্য নিজের লেখা একটি কবিতাও পরিবেশন করলেন তিনি৷

Advertisement

জওয়ানদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি দেশবাসীকে সুরক্ষিত দিওয়ালি উৎযাপনের পরামর্শও দেন৷ শাহরুখ তাঁর এই শুভেচ্ছা বার্তা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছেন৷

শুনে নিন কিং খানের সেই বার্তা:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement