Advertisement
Advertisement
Shah Rukh Khan

‘যতদিন তোমাদের বাবা বেঁচে আছে…’, আরিয়ান-সুহানার কাছে বড় প্রতিজ্ঞা শাহরুখের

কষ্টের কথা শাহরুখের মুখে। কী বললেন?

Shah Rukh Khan Makes bold Promise To Aryan, Suhana, 'until you dad is alive'
Published by: Sandipta Bhanja
  • Posted:March 13, 2024 3:48 pm
  • Updated:March 13, 2024 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যেমন বলিউডের রোম্যান্স কিং, তেমনই অনুরাগীদের কাছে ‘বেতাজ বাদশা’। এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও আদ্যোপান্ত পারিবারিক মানুষ। বিটাউনের যে কোনও হাইপ্রোফাইল পার্টিতে কখনও স্ত্রী, কখনও সন্তানদের নিয়ে শাহরুখের (Shah Rukh Khan) উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। এবার অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চ থেকেই সন্তানদের কাছে বড় প্রতিজ্ঞা করলেন শাহরুখ খান।

সম্প্রতি ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকেই ‘জওয়ান’ টিম, অনুরাগীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের পরিবারের উদ্দেশেও বড় বার্তা দিতে দেখা যায় বাদশাকে। আরিয়ান খান, সুহানা খান ও অ্যাব্রাম খানের উদ্দেশে ‘সুপারস্টার’ বাবাকে বলতে শোনা যায়, “এই বার্তাটা আমার তিন সন্তান এবং স্ত্রী গৌরী খানের জন্য। যতদিন তোমাদের বাবা বেঁচে আছে, ততদিন বিনোদন থাকবে।” পাশাপাশি কিং খান নিজের চার বছরের দীর্ঘ বিরতিকালীন হতাশার কথাও জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটের প্রার্থী হতেই ‘দিদি নম্বর ১’ ছাড়ছেন? মুখ খুললেন রচনা]

শাহরুখ বলেন, “চার-পাঁচ বছর যখন আমার সিনেমা চলছিল না, আমি নিজের উপরই বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি সিনেমার কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। বাড়িতে বসেছিলাম। পিৎজা, রুটি এসব বানিয়েছি। ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটিয়েছি।”

[আরও পড়ুন: ‘গুরু’ শাহরুখের পা ছুঁয়ে প্রণাম অ্যাটলির, ‘সংস্কারি’ পরিচালককে কুর্নিশ নেটপাড়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement