Advertisement
Advertisement

টুইটারে ফলোয়ার সংখ্যা ছাড়াল ৩ কোটি ৩০ লক্ষ, অভিনব সেলিব্রেশন কিং খানের

ফ্যানদের জন্য চমক বলি-বাদশার।দেখুন ভিডিও।

Shah Rukh Khan jumps into a pool to celebrate Twitter fan following
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 12, 2018 5:47 pm
  • Updated:February 12, 2018 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকে তাঁকে বলিউডের বাদশা বলেন। কারণ তিনি সব সময়ই সকলের থেকে আলাদা। এবারেও সেইরকমই একটা অন্যরকম কাণ্ড ঘটিয়ে তিনি আরও একবার প্রমাণ করে দিলেন, যা তিনি করতে পারেন সেটা এর আগে কেউ করেননি এবং এরপরও কেউ করতে পারবেন না। প্রত্যেকবার টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা কয়েকগুন বাড়লেই  নতুন কিছু করেন দর্শকদের জন্য। এবারেও যে তেমনই কিছু করবেন এমনটাই আশা করেছিলেন কিং খানের ফ্যানেরা। আর হলও ঠিক তাই। তাঁর ফলোয়ার সংখ্যা টুইটারে ৩ কোটি ৩০ লক্ষ ছাড়ানো মাত্রই রবিবার দুপুরে কালো টাক্সিডো আর সানগ্লাস পরেই ঝাঁপ দিলেন সুইমিং পুলের গভীরে।

[  যুবকরা শুনছেন? চাহনিতে মজিয়ে আপনাদের এটাই বলছেন প্রিয়া ]

Advertisement

হ্যাঁ, এবার এমন অবিশ্বাস্য কাণ্ডই ঘটিয়ে বসেছেন উচ্ছ্বসিত কিং খান! টুইটারে তাঁর অগণিত দর্শকদের ধন্যবাদ জানাতে রবিবারের অলস বিকেলে কালো টাক্সিডো আর সানগ্লাস পরে হাতে ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সুইমিং পুলের নীল জলে। জলের মধ্যে সাঁতার কাটতে কাটতেই দর্শকের উদ্দেশ্যে রাখলেন কিছু বিশেষ বার্তা। আর তারপর সেই ভিডিও টুইটারে পোস্ট করে লিখলেন, ‘ঠিক যেভাবে ধন্যবাদ জানাবো ভেবেছিলাম হয়ত সেভাবে হল না। তবে রবিবার বিকেলে আমি আপনাদের মন ভাল করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। পারলে সমলোচনা না করে মন দিয়ে ভিডিওটা দেখুন আর অনুভব করুন।’

[৪৫-এও ফিট, শাড়ি পরে পুশ আপস দিয়ে নজর কাড়লেন মন্দিরা]

আবার ভিডিও-র মধ্যেই পুলে ঝাঁপিয়ে পড়ার আগেও নিজের দর্শকদের উদ্দেশ্যে দিলেন কিছু বার্তা। তিনি বললেন, ‘যখনই বড় কোনও গণ্ডি পেরোই ইচ্ছা করে আপনাদের জন্য কিছু করি। তবে হাতে এত কাজ থাকে যে, ঠিক সময়ে সবকিছু করে উঠতে পারি না। আজ হঠাৎ কিছুটা সময় পেয়ে গেলাম, তাই ভাবলাম আপনাদের ধন্যবাদ জানাতে একটু অন্যরকম কিছু করি। সেই জন্যই চুলে জেল লাগিয়ে আমার প্রিয় কালো টাক্সিডো আর কালো শেডস পরে আমি রেডি। সঙ্গে আবার এই কালো বো-টাও লাগিয়েছি। এত কিছু করছি কারণ প্রায় এক দশক হয়ে গেল আমি আপনাদের জন্য কিছুই করিনি। তাই এবারে যা বলতে চলেছি সেগুলো মন দিয়ে শুনুন।’

আসুন তবে শুনে নেওয়া যাক, জলের তলা থেকে কোন নতুন বার্তা দিলেন তিনি দর্শকদের উদ্দেশ্যে –

 

[প্রমিস ডে-তে তাঁর ভক্তদের এমনই কথা দিলেন দীপিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement