Advertisement
Advertisement

Breaking News

ভাঙল স্টুডিওর ছাদ, অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ

আপাতত দু'দিন বন্ধ রাখা হয়েছে শুটিং।

Shah Rukh Khan had a close shave on  Aanand L Rai's set
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2017 7:18 am
  • Updated:May 31, 2017 8:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। মুম্বইয়ের ফিল্ম স্টুডিওতে পরিচালক আনন্দ এল রাই-এর পরবর্তী সিনেমার শুটিং চলাকালীন ভেঙে পড়ে ছাদ। সেই সময় সেটেই উপস্থিত ছিলেন কিং খান। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। ঘটনায় দু’জন আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

[রমজান, তাই ক্যান্টিনে খাবার পাচ্ছেন না আলিগড়ের হিন্দু ছাত্ররা]

জানা গিয়েছে, শুটিং চলাকালীন হঠাৎই ছাদের এক অংশ ভেঙে পড়ে। তবে সৌভাগ্যবশত যে অংশটি ভেঙে পড়েছিল শাহরুখ সেসময় তার উল্টোদিকে বসেছিল।ফলে অল্পের জন্যই বেঁচে যান বাদশা। নাহলে বড়সড় বিপদ হতেই পারত। শুটিং ইউনিটের এক সদস্য বলেন, ‘হঠাৎ করেই নতুন করে তৈরি ছাদের এক অংশ ভেঙে পড়ে। আহত হন ইউনিটের দু’জন সদস্য। তবে তাঁদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়। চোট তেমন গুরুতর ছিল না। শাহরুখ ওই সময় উল্টোদিকে থাকায় চোট পাননি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আপাতত দু’দিনের জন্য শুটিং বন্ধ করা রয়েছে। সপ্তাহের শেষদিকে ফের তা শুরু হবে।’ শাহরুখ মৃত্যুর মুখোমুখি হলেও ছবির দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা সেই সময় সেটে ছিলেন না৷ তবে এমন ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে আতঙ্কগ্রস্ত হয়ে এসআরকে’র সঙ্গে দেখা করতে যান দুই নায়িকাই৷

Advertisement

[দেনার দায়ে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করছে সরকার!]

ঠিক কী হয়েছিল? ফিল্ম সিটির এক কর্মী জানিয়েছেন, শাহরুখ-ক্যাটরিনা-অনুষ্কার ছবিটির শুটিং গত সপ্তাহে শুরু হয়েছিল৷ প্রথমে মিরাটে শুটিং হওয়ার কথা ছিল৷ পরে ঠিক হয় মিরাটের হাইওয়ের লোকেশন ও ‘ঘণ্টা ঘর’ বানানো হবে ফিল্ম সিটির ভিতরেই৷ সেইমতো কাজ চলছিল৷ নির্ধারিত শিডিউলের অনেক পরে শুটিং শুরু হওয়ায় সেটের বেশ কিছু অংশ তাড়াহুড়ো করে তৈরি করা হচ্ছিল৷ শুটিংয়ের ফাঁকে সেট ঘুরে দেখেছিলেন শাহরুখ৷ এই ছবিতে তাঁকে এক বামনের চরিত্রে দেখা যাবে৷ চ্যালেঞ্জিং এই চরিত্রে খর্বাকৃতি মেক-আপ নেওয়ার জন্য তাঁকে শুটিং শুরুর অনেক আগে সেটে পৌঁছতে হচ্ছিল৷ দুর্ঘটনার দিনও তিনি মেক-আপ করে একটি চেয়ারে বসেছিলেন৷ স্পট বয়েরা একটি মই নিয়ে সেট তৈরি করছিলেন৷ হঠাৎই সেই লোহার মইটি ধাক্কা মারে দেওয়ালে৷ তারপরই সিলিং থেকে ১২ ফুটের কংক্রিটের চাঙড় ভেঙে পড়ে৷ ধুলোয় চারদিক ঢেকে যাওয়ায় এবং আহতদের আর্তনাদে পরিচালক আনন্দ প্রথমে ভেবেছিলেন শাহরুখের মাথার উপরেই হয়তো চাঙড় ভেঙে পড়েছে৷ ততক্ষণে কিং খানও দ্রুত নিজের চেয়ার ছেড়ে উঠে দূরে সরে যান৷ কংক্রিটের কয়েকটি টুকরো তাঁর হাতে লাগে বলে এক স্পট বয় জানিয়েছেন৷

[শিশুদের গায়ে হাত তুলে বিপাকে মধ্যপ্রদেশের খাদ্যমন্ত্রী, ভাইরাল ভিডিও]

এর আগেও একাধিকবার শুটিং চলাকালীন আহত হয়েছিলেন শাহরুখ খান। তবে তাঁর ভক্তদের জন্য সুখবর এবার আর তেমন কিছু ঘটেনি।

[মিশরীয় মহিলাদের সম্পর্কে এই তথ্যটি জানলে অবাক হবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement