Advertisement
Advertisement

Breaking News

খনি মাফিয়ার মেয়ের বিয়েতে নাচবেন শাহরুখ, ক্যাটরিনা!

শুধু টাকার অঙ্কটা ঠিক হওয়া যা বাকি!

Shah Rukh Khan And Katrina Kaif To Dance In Gali Janardhan Reddy Daughter Wedding In Karnataka
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2016 6:35 pm
  • Updated:October 27, 2016 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে যখন এক ভারতীয় ধনকুবেরের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ খান, বিস্তর সমালোচনা হয়েছিল। ছিছিক্কার উঠেছিল চারদিকে- দেশের পয়লা সারির নায়কের কি এতই টাকার অভাব?
সেই সময়েই শাহরুখ খান একটা কথা স্পষ্ট করে দিয়েছিলেন এই প্রসঙ্গে। জানিয়েছিলেন, তিনি পেশাদার অভিনেতা। টাকা নিয়ে অন্যকে বিনোদন দেওয়াই তাঁর পেশা! সেটা যেমন হতে পারে রুপোলি পর্দায়, তেমনই হতে পারে পর্দার বাইরেও! শাহরুখের এই স্পষ্ট কথা শোনার পরে বিতর্ক প্রাথমিক ভাবে থেমেছিল।
তবে, এবার বোধহয় সেই বিতর্ক আরও জোরদার আকার ধারণ করতে চলেছে! কেন না, এবার যাঁর মেয়ের বিয়েতে নাচতে চলেছেন শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ, সেই গালি জনার্দন রেড্ডি এক প্রাক্তন খনি মাফিয়া! বর্তমানে তাঁর পরিচিতি কর্নাটকের বিজেপি বিধায়ক হিসেবে। অবৈধ খাদানের ব্যবসা ছাড়াও আরও বেশ কিছু অপরাধমূলক কর্মে নাম জড়িয়েছে তাঁর! সেই সংক্রান্ত বিতর্কে জড়িয়ে হাজতবাসও হয়েছে রেড্ডির। আপাতত তিনি জামিন পেয়ে ফিরেছেন নিজের বাড়িতে। চলছে তাঁর মেয়ের বিলাসবহুল বিয়ের প্রস্তুতি।
সেই বিয়েতেই ক্যাটরিনা এবং শাহরুখকে নাচার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁরা রাজিও হয়েছেন বিয়েতে পারফর্ম করতে। বাকি শুধু টাকার লেনদেন। খবর বলছে, রেড্ডি এই টাকার ব্যাপারটা ছেড়ে দিয়েছেন শাহরুখ, ক্যাটরিনার হাতেই! তাঁদের অঙ্কটা বলতে যা দেরি, সঙ্গে সঙ্গেই সেটা পৌঁছে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
অবশ্য, শুধুই শাহরুখ-ক্যাটরিনা নন, রেড্ডি মেয়ের বিয়েতে নাচার অনুরোধ পাঠিয়েছেন প্রভু দেবা এবং তমন্নার কাছেও! তাঁরা রাজি হয়েছেন কি না এই প্রস্তাবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement