Advertisement
Advertisement

সুপ্রিম নির্দেশে স্বস্তিতে প্রিয়া প্রকাশ, খারিজ দুটি এফআইআর

নতুন করে প্রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে না৷

SC says no FIR can be launched against Priya Prakash Varrier
Published by: Sayani Sen
  • Posted:August 31, 2018 4:50 pm
  • Updated:August 31, 2018 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ের৷ বছর আঠেরোর জনপ্রিয় ওই অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি এফআইআর খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ আর নতুন করে প্রিয়া ও ‘ওরু আদার লাভ’ সিনেমার সঙ্গে জড়িত কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷

[OMG! সোশ্যাল মিডিয়ায় এ কাকে খুঁজে পেলেন করণ জোহর]

রূপোলি পর্দায় প্রথমবার আবির্ভাব৷ ‘ওরু আদার লাভ’ নামে একটি দক্ষিণী ছবিতে কাজ করেছিলেন তিনি। তাও আবার এক্কেবারে মামুলি লুকে৷ সেখানে এক স্কুল ছাত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরনে স্কুল ইউনিফর্ম। ক্লাসে বসেই পাশের বেঞ্চের সহপাঠীর সঙ্গে ফ্লার্ট করছে সেই তরুণী। ব্যস, তাতেই বাজিমাত৷ রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ের। তাঁর কটাক্ষ আর বুলেট চুম্বনে ঘায়েল কিশোরটি। আসলে ঘায়েল হল তাবৎ পুরুষকুল। রাতারাতি নেটদুনিয়ায় সেনসেশন হয়ে ওঠেন প্রিয়া। বহু সেলেব তাঁর প্রশংসাও করেন৷ ওই দৃশ্যই যেমন পরিচিতি এনে দিয়েছিল, তেমনই আবার বিপাকেও পড়েছিলেন প্রিয়া৷ ‘মাণিক্য মালারায়া পুভি’ গানে প্রিয়ার চাউনিতে মুসলিম সম্প্রদায়ের একাংশের ভাবাবেগে আঘাত লেগেছে বলেই দাবি করা হয়৷ হায়দরাবাদ পুলিশ তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর-ও দায়ের করে৷

[কটাক্ষের পর ফটোশুট, ফের নেটদুনিয়া মাতালেন প্রিয়া প্রকাশ]

শুনানির পর শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র এফআইআরগুলি খারিজ করে দেন৷ দেশের সর্বোচ্চ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, ওই দৃশ্যের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে, এমন দাবি আর কেউ করতে পারবেন না৷ দেশের সর্বোচ্চ আদালতের মতে, ওই গানের সঙ্গে প্রিয়ার ঘায়েল করা চাউনি কখনওই কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে না৷ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার কোনও পরিকল্পনা কারও ছিল না বলেও জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র আরও জানান, কোনও ধর্মের পরিপন্থী হিসাবেও ওই আচরণকে চিহ্নিত করা যায় না৷ তাই ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় দায়ের করা এফআইআর গ্রাহ্য করা যায় না৷ নতুন করে তাঁর বিরুদ্ধে আর কোনও অভিযোগ দায়ের করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement