Advertisement
Advertisement

Breaking News

Satish Kaushik

ভারতীয় হওয়ায় লন্ডন বিমানবন্দরে হেনস্তার শিকার সতীশ শাহ! প্রবল ক্ষুব্ধ অভিনেতা

কী বললেন অভিনেতা?

Satish Shah shares his horrible experience in Heathrow airport | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 3, 2023 8:39 pm
  • Updated:January 4, 2023 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে হেনস্তা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। ভারতীয় হওয়ার কারণে লন্ডনের বিমানবন্দরে কটূক্তি শুনলে হল অভিনেতাকে। গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় লিখলেন সতীশ।

ঠিক কী ঘটেছে?

Advertisement

সিনেমার কারণে মাঝে মধ্য়েই বিদেশ যাত্রা করে থাকেন সতীশ। সেই কারণেই সম্প্রতি লন্ডনে উড়ে গিয়েছিলেন। বিমানবন্দরে প্রথমশ্রেণীর লাউঞ্জে বসায় বিমানকর্মীর তরফ থেকে উড়ে আসে কটাক্ষ। সতীশ শুনতে পান, এক বিমানকর্মী বলেন, ‘সতীশ শাহর মতো অভিনেতারা প্রথম শ্রেণির টিকিট কী করে কাটতে পারেন?’

[আরও পড়ুন: ‘বেডরুমকে হাটে বাজারে নিয়ে এসেছে পরীমণি!’ বিচ্ছেদ বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ]

সতীশ টুইট করে লিখলেন, ”বিমানবন্দরে কর্মীর এমন প্রশ্ন শুনে আমি একটাই উত্তর দিয়েছি। কারণ আমরা ভারতীয়। তাই এই খরচ আমরা সহজেই দিতে পারি।”

 

সতীশের এই টুইট দেখে অনেকেই গোটা ঘটনার নিন্দা করেছেন। অনেকে তো প্রতিবাদ করার কথাও জানিয়েছেন সতীশকে। তবে এ ব্যাপারে আপাতত চুপই থাকতে চান বলিউড অভিনেতা।

[আরও পড়ুন: পাকিস্তানি গান থেকে চুরি ‘বেশরম’! ভিডিও শেয়ার করে বলিউডকে একহাত গায়কের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement