Advertisement
Advertisement

Breaking News

আশুতোষ গোয়াড়িকরের পরবর্তী ছবির নায়িকা সইফ কন্যা!

এই বছরই মুক্তি পাচ্ছে কেদারনাথ।

Sara Ali Khan is Ashutosh Gowariker pick for next venture!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 24, 2018 3:34 pm
  • Updated:January 24, 2018 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে খাতা খোলার আগেই ছক্কা হাঁকালেন সইফ-কন্যা। এখনও শেষ হয়নি ডেবিউ ছবি কেদারনাথের শুটিং। তার আগেই পরিচালক আশুতোষ গোয়াড়িকরের ছবিতে কি সই করলেন সারা? তাই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বি-টাউনে পা দিতে না দিতেই প্রচারের আলো কেড়ে নিয়েছেন সারা আলি খান পতৌডি। এমনটাই দাবি ফিল্ম বিশেষজ্ঞদের। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি নায়িকা

এখন বন্ধু অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সারা। বিপরীতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। কেদারনাথের সেটেই এসেছিলেন যোধা আকবরের পরিচালক আশুতোষ গোয়াড়িকর। সেখানে সুশান্তের বিপরীতে সারার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন তিনি। তারপরই পরবর্তী ছবির নায়িকা হিসেবে সারাকেই বাছলেন গোয়াড়িকর। ছবিতে সারার বিপরীতে থাকবেন অর্জুন কাপুর। এমনটাই শোনা যাচ্ছে।

Advertisement

[প্রয়োজনে গুলি চলবে, ফের ‘পদ্মাবত’-এর মুক্তির বিরুদ্ধে হুঙ্কার কর্ণি সেনার]

মহেঞ্জোদাড়োর পর নতুন ছবির কাজে হাত দেননি আশুতোষ। তবে পরবর্তী ছবির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছে। ষোড়শ শতক ও অষ্টাদশ শতকের মধ্যবর্তী তিন ঐতিহাসিক যুদ্ধের ঘটনাই হতে চলেছে আগামী ছবির প্রেক্ষাপট। অমৃতা সিং ও সইফ আলি খানের কন্যাকে সেই ছবিতেই নায়িকার চরিত্রে দেখা যাবে। এদিকে নায়িকা নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেননি পরিচালক।

বেশ কিছুদিন ধরেই পেজ-থ্রি মিডিয়ার নজরে রয়েছেন সারা আলি খান পতৌডি। বি-টাউনে প্রবেশের মুখেই তিনি ব্যস্ত শিডিউলে নিজেকে মানিয়ে নিচ্ছেন। এখন কেদারনাথের শুটিং নিয়ে বেশ ব্যস্ত নায়িকা। মূলত প্রেমের ছবি কেদারনাথ। ২০১৩-র কেদারনাথ ট্রাজেডিকে মাথায় রেখেই তৈরি হয়েছে চিত্রনাট্য। চলতি বছরের ২১ ডিসেম্বর সম্ভাব্য ছবি মুক্তির দিন নির্দিষ্ট হয়েছে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন সারা। শর্মিলা ঠাকুরের নাতনি, মা অমৃতা সিং, বাবা সইফ আলি খান পতৌডি, পিসি সোহা। পারিবারিক মহল বলিউডের তারকা সমাবেশে আবৃত। সেই বাড়ির মেয়ে সারা সহজেই প্রচারের আলো কেড়ে নেবেন, এটাই দস্তুর। এক্ষেত্রে প্রথম ছবির কাজ শুরু করে দিয়েছেন তিনি। তারই মাঝে দ্বিতীয় ছবির কাজও হাতে চলে এসেছে। অভিনয়ে মুগ্ধ হয়ে পরিচালক নিজে থেকে তাঁকে অফার দিয়েছেন। বলিউডে নবীশদের ভিড়ে বড় পাওনা বৈকি।

[‘পদ্মাবত’ মুক্তির আগে স্বমহিমায় কর্ণি সেনা, আগুন মাল্টিপ্লেক্সে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub