সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার প্রতিবাদে গর্জে উঠলেন তারকারা। সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে সুবিচার চাইলেন সঞ্জয় দত্ত, সোনম কাপুর, চিরঞ্জীবী। কেউ লিখলেন, ‘ঠান্ডা মাথায় খুন, ক্ষমার অযোগ্য।’ কেউ আবার লিখলেন, ‘কোনও যুক্তি দিয়েই এই ঘটনাকে ঢাকা যাবে না।’
They killed our people in cold blood. This can’t be forgiven, these terrorists need to know we are not staying quiet. We need to retaliate, I request our Prime Minister @narendramodi ji, Home Minister @AmitShah ji and Defence Minister @rajnathsingh ji to give them what they…
— Sanjay Dutt (@duttsanjay) April 22, 2025
জঙ্গি হানায় রক্তাক্ত ভূস্বর্গ। অসমর্থিত সূত্র বলছে, মৃত্যু হয়েছে ২৬ জনের। যদিও সরকারের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, মৃতের সংখ্যা ১৬। আহত অনেকে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-ও পুরো ঘটনায় স্তম্ভিত। তিনি বলছেন, “সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সাধারণ নাগরিক বা পর্যটকদের উপর এত ভয়াবহ হামলা হয়নি। নিন্দার কোনও ভাষা নেই।” পহেলগাঁও হামলার ঘটনায় ফুঁসে উঠেছে সবমহল। এক্স হ্যান্ডেলে অভিনেতা সঞ্জয় দত্ত লেখেন, “ওরা ঠান্ডা মাথায় খুন করেছেন। এটা ক্ষমার অযোগ্য। ওই জঙ্গিদের জানা উচিত যে আমরা চুপ করে থাকব না।” এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে মেনশন করে লিখেছেন, “ওদের যোগ্য শাস্তি দিন।”
The ghastly attack killing 26 innocent people and tourists in Pahalgam, Jammu & Kashmir is horrifying and heartbreaking. It is an unpardonable act of cruelty.
My heart goes out to the families of those killed. Nothing can undo the loss they suffered. My condolences and prayers…
— Chiranjeevi Konidela (@KChiruTweets) April 23, 2025
পহেলগাঁও কাণ্ডে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন অনিলকন্য়া সোনম কাপুর। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “যারা পরিবারের সদস্যকে হারিয়েছে তাঁদের সমবেদনা।”
দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সোশাল মিডিয়ায় লিখেছেন, “পহেলগাঁও-য়ে ২৬ জনের প্রাণ কেরেছে জঙ্গিরা। ভয়ংকর ঘটনা। ক্ষমার অযোগ্য নৃশংসতা।” পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সমবেদনাও জানিয়েছেন তিনি। রবিনা ট্যান্ডন লিখেছেন, “আতঙ্কিত এবং রাগ হচ্ছে।” সরব হয়েছেন সোনু সুদ, বিবেক ওবেয়র, জায়রা ওয়াসিম-সহ বহু সেলেবরা। প্রত্যেকের দাবি একটাই, যোগ্য শাস্তি।
Strongly condemn the cowardly terrorist attack on innocent tourists in Kashmir’s #Pahalgam. Terrorism should not have any place in a civilized world and this dastardly act is unacceptable. My deepest condolences to the families who lost their dear ones and prayers for early…
— sonu sood (@SonuSood) April 22, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.