Advertisement
Advertisement

সাধারণ মানুষের জন্য কম খরচে নেশামুক্তি কেন্দ্র খুলতে চান সঞ্জয়

নিজে যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে, তা অন্য কারও জন্য চান না সঞ্জুবাবা৷

Sanjay Dutt to set up drug Rehabilitation centres across the country
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2017 9:05 am
  • Updated:May 17, 2017 9:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় উঠে আসছে তাঁর কাহিনি৷ উঠে আসারই মতো৷ ঠিক-বেঠিকের এমন সামঞ্জস্য কোনও মানুষের জীবনে খুঁজে পাওয়া কঠিন৷ হ্যাঁ, জীবনে অনেক ভুল তিনি করেছেন৷ বিপথেও গিয়েছেন৷ সেকথা নিজেই স্বীকার করেন সঞ্জয় দত্ত৷ সাজাও ভোগ করেছেন৷ কিন্তু আজ আর বলিউডের খলনায়ক নন তিনি৷ বরং যাবতীয় ভুল শুধরে হয়ে উঠেছেন নতুন প্রজন্মের আদর্শ৷ কিন্তু জীবনের খারাপ সময়ের মাহাত্ম্য ভুলে যাননি সঞ্জুবাবা৷ কারণ সেগুলিই তাঁকে বুঝিয়েছে জীবনের মূল্য৷ বলেছে, সব খারাপের একটা শেষ থাকে৷ আর সেই শেষ থেকেই হয় নতুন শুরু৷

[সমতলে জয়ের ধারা অব্যাহত, পাহাড়ে মিরিক দখল তৃণমূলের]

Advertisement

তাই করেছেন সঞ্জয়৷ নতুন করে শুরু করেছেন জীবন৷ মান্যতা ও দুই সন্তান নিয়ে সময় কাটাচ্ছেন আর শুটিং ফ্লোরেও যাওয়া শুরু করেছেন৷ এর মাঝে আরও একটি কাজ করতে চান সঞ্জয়৷ সাহায্য করতে চান সে সব মানুষকে, যাঁরা তাঁর মতোই মাদকের চোরাবালিতে ফেঁসে জীবনকে হারিয়েছেন৷ আর এখনও সেই ঘূর্ণিপাকেই আটকে রয়েছেন৷ এঁদের জন্যই দেশের প্রতিটি প্রান্তে এমন নেশামুক্তি কেন্দ্র খুলতে চান, যাতে কম টাকাতেই নেশার চক্রব্যূহ থেকে মুক্তি পেতে পারেন সাধারণ মানুষ৷

[আইএএস অফিসারের রহস্যজনক মৃত্যু, রাস্তা থেকে উদ্ধার দেহ]

ইতিমধ্যেই এর জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন সঞ্জয়৷ অনুমতি মিললেই কাজ শুরু করে দেবেন তিনি৷ সঞ্জয় চান, দেশের প্রতিটি কোনায় এমন নেশামুক্তি কেন্দ্র গড়ে তুলতে৷ যেখানে কম অর্থে সবচেয়ে ভাল চিকিৎসা পাবেন মাদকাসক্তরা৷ শুধু ওষুধের মাধ্যমে নয় কাউন্সেলিংয়ের মাধ্যমেও সারিয়ে তোলা হবে তাঁদের৷

নিজে এক সময় মাদকের চক্রব্যূহে ফেঁসেছিলেন৷ জানেন, কতটা কষ্ট হয় এই নেশা থেকে মুক্তি পেতে৷ আর জীবন থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ৷ সে যন্ত্রণা আর কোনও মানুষ ভোগ করুক তা একেবারেই চান না সঞ্জয়৷ তাঁর মতোই প্রত্যেক মানুষের জীবনে ফেরার অধিকার রয়েছে৷ সে অধিকারই তিনি সকলকে দিতে চান৷

[‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement