সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন এনসিবি (NCB) কর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে আগেই দুর্নীতির মামলা রুজু করেছিল সিবিআই (CBI)। সিবিআইয়ের অভিযোগ সমীর শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন আরিয়ানের মাদক মামলা নিষ্পত্তির জন্যে। এবার এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীরকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবারই সিবিআইয়ের মুম্বই অফিসে সমীরকে তলব করেছে সিবিআই।
বুধবার দিল্লি হাই কোর্টে সিবিআই সমনের বিরুদ্ধে আবেদন করেন সমীর। যার পর হাইকোর্ট তাঁকে গ্রেপ্তারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। পাশাপাশি আদালত জানিয়েছে, অভিযুক্ত চাইলে বম্বে হাই কোর্টে যেতে পারেন। এদিকে সিবিআই জানিয়েছে, ২২ মে পর্যন্ত ওয়াংখেড়ের বিরুদ্ধে “গ্রেপ্তারির মতো” কোনও ব্যবস্থা নেওয়া হবে না। তিনি সিবিআইয়ের কাছে লিখিত আবেদন করলে সমন স্থগিতও করা যেতে পারে, এই শর্তে যে তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করতে হবে
ঠিক এই সময়ই প্রকাশ্য়ে এল এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং ও সমীর ওয়াংখেড়ের একটি হোয়াটসঅ্য়াপ চ্যাট। যেখানে শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন সমীর।
সেই চ্যাট অনুযায়ী, সমীরের অভিযোগ, রেভ পার্টিকে প্রোমোট করার জন্য আরিয়ান ও তাঁর বন্ধুদের ২৭ লাখ টাকার ফ্রি টিকিট দেওয়া হয়েছিল। সঙ্গে ছিল ড্রাগস ও বেশ কয়েকজন মহিলা। ওয়াংখেড়ের দাবি, তারকাপুত্রকে দিয়ে রেভ পার্টি প্রোমোট করানোর জন্য ড্রাগস মাফিয়ারা তাঁদের ক্লাইন্টের সংখ্য়া বাড়াতে পারে।
২০২১ সালের ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে এনসিবি হানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেখান থেকেই আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। ওয়াংখেড়ের নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান। মূলত, আরিয়ান মাদককাণ্ডের পর থেকেই খবরে আসেন সমীর ওয়াংখেড়ে।
সম্প্রতি সিবিআই অভিযোগ আনে যে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে মামলার নিষ্পত্তির জন্য। সিবিআই জানিয়েছে, একথা জানাতে পারা গিয়েছে এনসিবির আরেক অফিসার কেপি গোসাবির দেওয়া বয়ান থেকেই। এই কেপি গোসাবির সঙ্গেই আরিয়ান খানের সেলফি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও সমীরের বলেন, ”আমি দেশভক্ত হওয়ার মাসুল গুনছি। তবে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আমৃত্যু লড়ে যাব। আমার গোটা পরিবারকে যুঝতে হচ্ছে এমন পরিস্থিতির সঙ্গে। সত্যি ঠিক একদিন সামনে আসবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.